দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহের মহান নেতা সিধু-কানুর
ভাস্কর্য পুনঃনির্মাণ ও ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তার ও যথাযথ শাস্তির দাবি জানিয়েছে
আদিবাসীরা। বুধবার (২৮ আগস্ট) দুপুরে জেলা শহরের সরকারী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল
বের করে তারা।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর
প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সারাদেশে আদিবাসীদের ঘরবাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ,
জমি দখলের প্রতিবাদে তীর-ধনুক হাতে নিয়ে রাস্তায় নামে হাজারো আদিবাসী। এসময় তারা
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি
কমিশন গঠন, অর্ন্তবর্তীকালীন সরকারে সমতলের আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের দাবি
জানান।
সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা
সম্পাদক মানিক সরেন, আদিবাসী মুক্তিমোর্চার জেলা সাধারণ সম্পাদক মানিক সরকার মুর্মু,
কাহারোলের সাওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলন গবেষণা কেন্দ্রের আহ্বায়ক নারায়ণ মার্ডী,
অনামিকা মার্ডী ও প্রদীপ খালকো, শিক্ষার্থী বিষ্ণু সরেন, কুপুরাম হাসদা, লাপল কড়া প্রমুখ
বক্তব্য রাখেন।