আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস পেলেন হ্লাক্রয়প্রু খেয়াং

 


দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আসামান্য অবদান রাখায় ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস সম্মাননা পেয়েছেন খিয়াং আদিবাসী জনগোষ্ঠীর হ্লাক্রয়প্রু খেয়াং। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

সমাজ পরিবর্তনে ভূমিকা পালনকারী দেশের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সংগ্রামী নারীদের সম্মাননায় এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং দ্য ডেইলি স্টার। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৪২ জন নারী এই স্বীকৃতি পেয়েছেন।

হ্লাক্রয়প্রু খেয়াং রাঙামাটি ও বান্দরবানের সুবিধাবঞ্চিত খেয়াং নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করেছেন। এই নারীরা এখন তাদের পরিবার চালানোর পাশাপাশি ভাইবোনদের পড়াশুনা করাচ্ছেন।

গুঙ্গুরু পাড়া আদিবাসী নারী উন্নয়ন সংস্থার সাবেক চেয়ারপারসন এবং বর্তমান উপদেষ্টা হিসেবে তিনি অনেকের বাড়ি তৈরি করে দিয়েছেন, কৃষিকাজের জন্য স্বল্প সুদে ঋণ দিয়েছেন এবং উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন।

হ্লাক্রয়প্রু খেয়াং ছাড়াও অ্যাওয়ার্ডসের ৭ম আসরে সম্মাননা পাওয়া বাকি চারজন মহীয়সী নারীরা হলেন— রাজশাহীর মোছা. সুরাইয়া ফারহানা রেশমা, যশোরের নাসিমা আক্তার, কক্সবাজারের টিটু পাল, সাতক্ষীরার আলপনা রানী মিস্ত্রি।

মধুপুরে আদিবাসীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

 


টাঙ্গাইলের মধুপুরে আদিবাসীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে, উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন শেষে ইউএনও জুবায়ের হোসেনের মাধ্যমে টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, সার্বিক মানব উন্নয়ন সংগঠন, আচিক মিচিক সোসাইটি, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কোচ আদিবাসী সংগঠন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ও গারো স্টুডেন্ট ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে।

এতে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি থমাস চাম্বুগং, গারো স্টুডেন্ট ফেডারেশনের মধুপুর শাখার সভাপতি তুষার নেকলা, বাগাছাসের মধুপুর শাখার লুসি রিছিল, কোচ আদিবাসী সংগঠনের নেতা ভরত বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকসহ সার্বিক মানব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকভাবে গাছ চুরির মামলা করায় ৫ সেপ্টেম্বর টাঙ্গাইল কোর্টে হাজিরা দিতে গেলে তাকে সহ ১২ জনকে জেল হাজতে প্রেরণ করে।

বক্তারা, এই মামলাকে মিথ্যা ও ভূমিহীন আদিবাসী জনগনের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার অপচেষ্টা বলে দাবি করেন।

মণিপুরে জাতীয় পতাকা নামিয়ে সাতরঙা পতাকা টাঙালো শিক্ষার্থীরা

 


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে জাতীয় পতাকা নামিয়ে সাতরঙা মেইতি পতাকা টাঙিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় তারা। এ সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা উড়ায় তারা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর-পূর্বাঞ্চলীয় সংস্করণ ও অনলাইন সংবাদমাধ্যম ইস্টমোজোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইন্ডিয়া টুডে বলেছে, মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।

সোমবার দিনের শুরুতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তনের দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে। এ সময় রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ এবং ‘ইউনিফাইড কমান্ডের দায়িত্ব রাজ্য সরকারের কাছে হস্তান্তর করার দাবি জানায় তারা। পাশাপাশি তারা আধাসামরিক বাহিনী প্রত্যাহার সহ ৫০ জন বিধায়কেরও পদত্যাগ দাবি করে।

সম্প্রতি নতুন করে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে মণিপুরে। রাজ্যটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ সহিংসতার নতুন ঘটনায় অন্তত ৮ জন মারা গেছে এবং আহত হয়েছে আরও অন্তত ১২ জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করে, রাজ্যের চলমান সংকট কার্যকরভাবে মোকাবিলা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নিরাপত্তা অভিযানের দায়িত্ব দেওয়া উচিত।

মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা মণিপুরে ভারতের তেরঙা জাতীয় পতাকা নামিয়ে নতুন একটি সাতরঙা পতাকা উত্তোলন করেছে বলে জানা গেছে।

থাউবালের ডেপুটি কমিশনার এ সুভাষ সিং ইস্টমোজোকে বলেছেন, বিক্ষোভকারীরা একটি পুরোনো সালাই ট্যারেট পতাকা নামিয়ে সেখানে নতুন পতাকা টানিয়ে দিয়েছে। আর এই ঘটনাটি ডিসি অফিসের প্রধান ভবনে ঘটেনি, বরং মূল ফটকে ঘটেছে বলে দাবি করেছেন তিনি।

 কাঙ্গলিপাক বা সালাই ট্যারেট পতাকা একটি আয়তাকার সাত রঙের পতাকা। প্রাচীনকালের মেইতি জাতিগোষ্ঠীর সাতটি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন।

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে কিশোর জয়ন্ত সিংহের মৃত্যু

 


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কিশোরের বাবাসহ দুই বাংলাদেশি। রবিবার গভীর রাতে উপজেলার ধনতলা বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ৩৯৩-এর পাশের ভারতীয় ডিংগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর জয়ন্ত কুমার সিংহ (১৫) বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। আহত দুইজন হলেন- ফকির ভিঠা বেল পুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।

জানা গেছে, গতকাল রাতে ধনতলা সীমান্ত এলাকার ৩৯৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে একদল লোক স্থানীয় দালালের সহযোগিতায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। রাত তিনটার দিকে ভারতের কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের ডিঙ্গাপাড়া ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এতে জয়ন্ত ঘটনাস্থলে মারা যায়। বিএসএফের সদস্যরা তার লাশ নিয়ে যান।

গুলিতে জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলীও আহত হন। তাঁরা দুজন বাংলাদেশ সীমান্তে চলে আসেন। পরে স্বজনেরা তাঁদের হাসপাতালে নিয়ে যান।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের একদল লোক ভারতের ওপারে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে এক কিশোর নিহত ও দুজন ব্যক্তি আহত হয়েছেন। আহত দুজন রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

জাতীয় নাগরিক কমিটিতে স্থান পেলেন দুই আদিবাসী প্রতিনিধি

 


নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে ৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে সংগঠনটি।

সংগঠনটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। সদস্য সচিব হয়েছেন গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক আখতার হোসেন ও মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন।

৫৫ সদস্য বিশিষ্ট গঠিত এ কমিটিতে দুইজন আদিবাসী প্রতিনিধি জায়গা পেয়েছেন। তারা হলেন অলিক মৃ ও সায়ক চাকমা।

অলিক মৃ বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

এই কমিটি ফ্যাসিবাদের মূল থেকে উচ্ছেদ করে দেশকে পুনরুদ্ধার করার জন্য জন-সংবেদনশীল নীতি প্রণয়ন থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে কাজ করবে বলে জানিয়েছেন আহ্বায়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী।

লিখিত বক্তব্যে মুখপাত্র সামান্তা শারমিন বলেন, অচিরেই সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে আমরা আলোচনা করবো। তৃণমূল পর্যন্ত এ কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব।

জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আরিফুল ইসলাম আদীব, সাইফ মোস্তাফিজ, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার চৌধুরি, সারোয়ার তুষার, মুতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, জাবেদ রাসিন, মো. নিজাম উদ্দিন, সাবহানাজ রশীদ দিয়া, প্রাঞ্জল কস্তা, মঈনুল ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল আমিন, হুযাইফা ইবনে ওমর, শ্রবণা শফিক দীপ্তি, সানজিদা রহমান তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, সাগুফতা বুশরা মিশমা, সৈয়দ হাসান ইমতিয়াজ, তাসনিম জারা।

এছাড়াও রয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া, মো. আজহার উদ্দিন অনিক, মো. মেসবাহ কামাল, আতাউল্লাহ, এস. এম. শাহরিয়ার, মানজুর-আল- মতিন, প্রীতম দাশ, তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, মাজহারুল ইসলাম ফকির, সালেহ উদ্দিন সিফাত, মুশফিক উস সালেহীন, তাহসীন রিয়াজ, হাসান আলী খান, মো. আব্দুল আহাদ, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, আতিক মুজাহিদ, আবদুল্ল্যাহ আল মামুন ফয়সাল, মো. ফারহাদ আলম ভূঁইয়া, তানজিল মাহমুদ, এস.এম. সুজা, মো. আরিফুর রাহমান, কানেতা ইয়া লাম লাম, সৈয়দা আক্তার, স্বর্ণা আক্তার, সালমান মুহাম্মাদ মুক্তাদির, আকরাম হুসেইন।

নাটোরে আদিবাসী শিক্ষার্থীদের বাইসাইকেল ও বৃত্তি প্রদান

 


নাটোরের লালপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান।

আদিবাসী জনগোষ্ঠীর মোট ৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।

বৃত্তি প্রদানকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনাজপুরে সিধু-কানুর ভাস্কর্য পুনঃনির্মাণের দাবি

 


দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহের মহান নেতা সিধু-কানুর ভাস্কর্য পুনঃনির্মাণ ও ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তার ও যথাযথ শাস্তির দাবি জানিয়েছে আদিবাসীরা। বুধবার (২৮ আগস্ট) দুপুরে জেলা শহরের সরকারী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সারাদেশে আদিবাসীদের ঘরবাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ, জমি দখলের প্রতিবাদে তীর-ধনুক হাতে নিয়ে রাস্তায় নামে হাজারো আদিবাসী। এসময় তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, অর্ন্তবর্তীকালীন সরকারে সমতলের আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের দাবি জানান।

সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, আদিবাসী মুক্তিমোর্চার জেলা সাধারণ সম্পাদক মানিক সরকার মুর্মু, কাহারোলের সাওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলন গবেষণা কেন্দ্রের আহ্বায়ক নারায়ণ মার্ডী, অনামিকা মার্ডী ও প্রদীপ খালকো, শিক্ষার্থী বিষ্ণু সরেন, কুপুরাম হাসদা, লাপল কড়া প্রমুখ বক্তব্য রাখেন।

© all rights reserved - Janajatir Kantho