পার্বত্য চট্টগ্রামের দেয়ালজুড়ে আঁকা হচ্ছে অপহরণের শিকার হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার গ্রাফিতি। শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে এ কর্মসূচি পালন করে।
আজ সকাল থেকেই রাঙামাটি, খাগড়াছড়ি শহরের বিভিন্ন জায়গার দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকে শিক্ষার্থীরা। গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কল্পনা চাকমার চোখ বাঁধা প্রতিকৃতি অঙ্কন করেন।
প্রতিকৃতির সাথে জুড়ে দেওয়া হয় ‘কল্পনা চাকমা ১৯৯৬?’ প্রশ্নবোধক সম্বলিত নানান লেখা।
প্রতিকৃতি অঙ্কনকালে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের প্রতিবাদী গান গাইতেও দেখা যায়। গানে গানে ফুটে উঠে অধিকারের কথা।
এরআগে, গতকাল খাগড়াছড়িতে ‘কল্পনা চাকমা ১৯৯৬?’ লেখা সংবলিত গ্রাফিতি অঙ্কনের কিছুক্ষণ পরই কে বা কারা মুছে ফেলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা, নিন্দার ঝড় উঠে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের সাবেক শিক্ষার্থী মংসাই মারমা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কল্পনা চাকমাই আমাদের সকল শোষণ-বঞ্চনার জীবনকে প্রতিনিধিত্ব করে চলেছে। তাই তাদের এত ভয়। বারবার জীবন্ত কল্পনা চাকমাকে ও গ্রাফিতির কল্পনা চাকমাকে মুছে ফেলেছে।