দুর্গাপুরে আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার


আদিবাসী শিক্ষার্থী ধর্ষণ

নেত্রকোনার দুর্গাপুরে সপ্তম শ্রেণী পড়ুয়া এক আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের চায়না মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আসামি ৩৫ বছর বয়সী মো. ইব্রাহিম ওই গ্রামের আব্দুল আলীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে ওই ছাত্রীকে (১৪) বাড়িতে একা পেয়ে প্রতিবেশী ইব্রাহিম তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় চিৎকার শুনে তার মা খেত থেকে দৌড়ে বাড়িতে আসলে ইব্রাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগীর বাবা দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।

স্কুল ছাত্রীর বাবা জানান, প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের বাড়িতে আসা যাওয়া ছিল ইব্রাহিমের। তবে ঘটনার দিন তার স্ত্রী বাড়ির পাশের খেত থেকে ছাগল আনার জন্য যান। সেসময় বাড়িতে মেয়ে একা ছিল। এ সুযোগে বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ইব্রাহিম। ‍

মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রেকর্ডভুক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোর্পদ করা হয়। 

সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণ বন্ধে হাইকোর্টে রিট

সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল

পার্বত্য জেলা রাঙ্গামাটির মেঘের রাজ্য সাজেক পর্যটনকেন্দ্রে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণ বন্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

রিটে পরিবেশ ও বন ও মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে পাহাড় কেটে করা সুইমিংপুল তৈরি বন্ধ এবং জড়িতদের বিচারের আওতায় আনার আবেদন জানানো হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এইচআরপিবি-এর চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ। এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।  

বাঘাইছড়ি উপজেলার রুইলুই, হামারি এবং কংলাক এই তিনটি পাড়া নিয়ে সাজেক পর্যটনকেন্দ্র। নয়নাভিরাম প্রকৃতির সবুজে ঘেরা ছোট-বড় অসংখ্য পাহাড় ও মেঘের অপূর্ব মিলনের জন্যই সাজেককে বলা হয়ে থাকে মেঘের রাজ্য।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, সমুদ্রপৃষ্ট থেকে ১ হাজার ৮০০ ফুট উপরে পাহাড় কেটে ৫০ লাখ টাকা ব্যয়ে মেঘপল্লী রিসোর্ট নির্মাণ করছে সুইমিংপুল। প্রকাশ্যে অনিয়ন্ত্রিতভাবে কাটা হচ্ছে পাহাড়। এতে সাজেকের প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, অন্যদিকে পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের বিষয়ে মেঘপল্লী রিসোর্টের মালিক মাজহারুল জিয়নকে প্রথমসারির কয়েকটি সংবাদমাধ্যমের কর্মীরা জিজ্ঞেস করলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। 

সরকারি বাঙলা কলেজে ‘আদিবাসী ছাত্র কল্যাণ সংগঠন’র আত্মপ্রকাশ

সরকারি বাঙলা কলেজে ‘আদিবাসী ছাত্র কল্যাণ সংগঠন’র আত্মপ্রকাশ
মিরপুরের সরকারি বাঙলা কলেজে ‘আদিবাসী ছাত্র কল্যাণ সংগঠন’ নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আজ সোমবার পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, শিক্ষা ও নিজস্ব সংস্কৃতি বিকাশের শপথ নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে।

শিক্ষা প্রতিষ্ঠানটির কয়েকজন সিনিয়র আদিবাসী শিক্ষার্থীর তত্ত্বাবধানে সংগঠনটির ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এতে ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তেনজিং দিব্রা সভাপতি ও ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমেধ চাকমা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে চন্দ্রভেদ চাকমা, সহ-সভাপতি ভুবন বিজয় ত্রিপুরা, সহ-সভাপতি রিপন চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মংশেচিং মারমা, দপ্তর সম্পাদক উষাল ত্রিপুরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ভরণ চাকমা নির্বাচিত হন।

গঠিত কমিটির মেয়াদ এক বছর। 

মান্দি মিউজিক ফেস্টিভ্যালে গাইবে ‘নকফান্থে’

১৫ দিন ধরে নিখোঁজ আদিবাসী নারী, সন্ধান চেয়ে মানববন্ধন

আদিবাসী নারী

নিখোঁজ আদিবাসী নারীর সন্ধান চেয়ে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে এই মানববন্ধন করা হয়।

জানা গেছে, সাগরী নামের এক আদিবাসী নারী ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি মহানগরীর শাহ মখদুম থানার পবা নতুনপাড়ায়।

মানববন্ধনে আদিবাসী নেতারা জানান, ‘সাগরী নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাঁর কোনো সন্ধান করতে পারেনি। পুলিশ বলছে তাঁর কাছে ফোন না থাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা প্রশাসনের কেমন অজুহাত, আমাদের তা বুঝে আসে না। আমরা এত কিছু বুঝি না। আগামী ১২ ঘণ্টার মধ্যে আমরা তাঁর সন্ধান চাই।’

নিখোঁজ সাগরীর বাবা শম্ভূ সিং বলেন, তাঁর মেয়ে জীবিকার তাগিদে দুই বাড়িতে কাজ করতেন। ১৩ তারিখে এক বাড়িতে কাজে গিয়ে আর ফিরে আসেননি। খোঁজ করতে গেলে ওই বাড়ির মালিক জানান, কাজ শেষে মেয়ে বাড়ি ফেরার কথা বলে চলে গেছেন। কিন্তু সেদিন থেকেই তাঁর মেয়ে আর বাড়ি ফিরে আসেননি।

সাগরীর মা নিরদা রানী বলেন, তাঁরা এই ঘটনায় শাহ মখদুম থানায় নিখোঁজের এক দিন পর ১৪ মার্চ সন্ধ্যায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু ১৫ দিন পার হলেও তাঁর খোঁজখবর দেয়নি পুলিশ।

মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, উদীচী রাজশাহীর সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

আইসিসির আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে চম্পা চাকমা

চম্পা চাকমা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে নিজের নাম লিখে কীর্তি গড়লেন রাঙ্গামাটির চম্পা চাকমা। এবার বাংলাদেশী যে চারজন নারীকে আইসিসি তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্টে যুক্ত করেছেন সেই চারজনের একজন তিনি।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চম্পা চাকমা ছাড়াও বাকি তিনজন হলেন সাথিরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানী।

এছাড়াও আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী সুযোগ পেয়েছেন।

আইসিসির আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে জায়গা করে নেওয়া আম্পায়ার চম্পা বলেন, ‘আমি অনেক গর্বিত। কঠোর পরিশ্রম করেছি। সবাইকে ধন্যবাদ। এমনিতে সরকারি চাকরি করি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন। সেখানেও সহায়তা পেয়েছি। বড় চ্যালেঞ্জ হচ্ছে ম্যাচ করা। আমাদের জন্য দোয়া করবেন।’

রাঙ্গামা‌টি সদ‌রের সাপছ‌ড়ি ইউনিয়‌নের বাসিন্দা চম্পা চাকমা। সর্বশেষ ২০১৭ সালে গুলশান ইয়ুথ ক্লাবের জার্সিতে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। রাঙ্গামাটির ৩০ বছর বয়সী জাতীয় দলের সাবেক এই বাঁহাতি স্পিনার আম্পায়ারিংয়ের মাধ্যমে ক্রিকেটের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। 

জিএসএফ মধুপুর শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

গারো স্টুডেন্ট ফেডারেশন

গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) মধুপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রলয় নকরেক ও সাধারণ সম্পাদক লিয়াং রিছিল কমিটির অনুমোদন দেন।

বৃহস্পতিবার (২১ মার্চ), সংগঠনটির অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৭ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ৫ জনকে।  

A.chik a.song tang.bangchina, A.chik Ma.ko salangchina স্লোগানকে ধারণ করে সংগঠনটি আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছে।

কমিটিতে যারা এসেছেন সকল সংগ্রামী সহযোদ্ধাদের বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জিএসএফ কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়, আপনাদের বিপ্লবী চেতনায় শোষিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রাম দীর্ঘজীবী হবে, এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।

এরআগে, গত ফেব্রুয়ারি মাসে জিএসএফ মধুপুর উপজেলা শাখার ছাত্র সম্মেলন ও কাউন্সিল হয়। এতে সভাপতি হিসেবে তুষার নেকলা, সাধারণ সম্পাদক হিসেবে অজয় চিসিম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সুস্ময় মাংসাং নির্বাচিত হন।

পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন— 







© all rights reserved - Janajatir Kantho