বহির্বিশ্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বহির্বিশ্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ধর্ষণের পর আদিবাসী নারীকে পুড়িয়ে হত্যা

 

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ধর্ষণের পর এক আদিবাসী নারীকে পুড়িয়ে হত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাজ্যটির জিরিবাম জেলায় এ ঘটনা ঘটে।

জিরিবাম পুলিশের কাছে ভুক্তভোগীর স্বামী এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। নিহত নারীর স্বামী যৌন নিপীড়নের দাবি করে বলেন, একদল দুর্বৃত্ত আমাদের ঘরে এসে হামলা করে। পরে আমার স্ত্রীকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা করে। এতে আশপাশের ১৭টি ঘর পুড়ে যায়।

জিরিবাম জেলার পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ৩১ বছর বয়সী ওই নারী স্থানীয় একটি স্কুলের শিক্ষক ছিলেন। ওই নারীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুসারে, জিরিবামে এ ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ ও লুটপাট সহিংসতা গেল দুই মাসের স্থবিরতা ভেঙে দিয়েছে। গত ৭ সেপ্টেম্বর এ জেলায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ধরণের ঘটনা গত বছরের জাতিগত সংঘাতের প্রথম কয়েক সপ্তাহের ভয়াবহতাকে ফিরিয়ে এনেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামর, জোমি এবং কুকি এই তিন আদিবাসী জাতিগোষ্ঠীকে সম্মিলিতভাবে ‘জো বলে চিহ্নিত করা হয়। বৃহস্পতিবারের সহিংসতার আগে জিরিবাম জেলার পুলিশ সুপার জো সমাজের প্রতিনিধি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে একটি বৈঠক করানোর লক্ষ্যে অনেকটাই এগিয়েছিলেন। এমন পরিস্থিতিতে এই সংঘাতের ঘটনা সেই আলোচনাকে সম্পূর্ণ ভেস্তে দিল বলে মনে করা হচ্ছে।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বলেন, নির্দিষ্টভাবে আলোচনা ভেস্তে দেওয়ার লক্ষ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। জিরিবামে ১৯ অক্টোবরের পর প্রায় দুই সপ্তাহ কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এ কারণে মনে হচ্ছিল, আলোচনার একটা বাতাবরণ তৈরি হচ্ছে। কিন্তু বৃহস্পতিবারের সংঘাতের পরে পরিস্থিতি আবার জটিল হয়ে উঠল।

২০২৩ সালের মে মাস থেকে ধারাবাহিক সংঘাতে মণিপুর রাজ্যে এ পর্যন্ত সরকারি হিসাবে প্রায় ২৫০ জন নিহত হয়েছেন। এখনো গৃহহীন অন্তত ৬০ হাজার মানুষ।

আমি থাকলে বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ ঘটত না: ট্রাম্প

 


বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে এটা কখনও ঘটত না।

আগস্টের প্রথম সপ্তাহে গণআন্দোলনে মুখে বাংলাদেশে সরকার পতনের পর থেকে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যে বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ পোস্ট করে ট্রাম্প এই কথা বলেন।

ট্রাম্প এবারই প্রথম বাংলাদেশ ইস্যুতে কথা বললেন উল্লেখ করে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, ‘বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে শত শত হিন্দু নিহত হয়েছে। ওই সময়ে ছাত্রদের আন্দোলন ব্যাপক বিক্ষোভে পরিণত হয়, যার ফলে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

যুক্তরাষ্ট্রেও ধর্মীয় বিদ্বেষ থেকে হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের সময় আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারিত্ব আরও জোরদার করব।

২০১৬ সালের নির্বাচনে জিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। হেরে যান পরের নির্বাচনে। যুক্তরাষ্ট্রে পরপর দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারেন না। গত নির্বাচনে হেরে যাওয়ায় এবার ট্রাম্প আবার ভোটে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। সেই হিসেবে পর পর তিনটি নির্বাচনে একই প্রার্থীকে দেখছেন দেশটির ভোটাররা।

 

মণিপুরে জাতীয় পতাকা নামিয়ে সাতরঙা পতাকা টাঙালো শিক্ষার্থীরা

 


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে জাতীয় পতাকা নামিয়ে সাতরঙা মেইতি পতাকা টাঙিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় তারা। এ সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা উড়ায় তারা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর-পূর্বাঞ্চলীয় সংস্করণ ও অনলাইন সংবাদমাধ্যম ইস্টমোজোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইন্ডিয়া টুডে বলেছে, মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।

সোমবার দিনের শুরুতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তনের দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে। এ সময় রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ এবং ‘ইউনিফাইড কমান্ডের দায়িত্ব রাজ্য সরকারের কাছে হস্তান্তর করার দাবি জানায় তারা। পাশাপাশি তারা আধাসামরিক বাহিনী প্রত্যাহার সহ ৫০ জন বিধায়কেরও পদত্যাগ দাবি করে।

সম্প্রতি নতুন করে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে মণিপুরে। রাজ্যটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ সহিংসতার নতুন ঘটনায় অন্তত ৮ জন মারা গেছে এবং আহত হয়েছে আরও অন্তত ১২ জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করে, রাজ্যের চলমান সংকট কার্যকরভাবে মোকাবিলা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নিরাপত্তা অভিযানের দায়িত্ব দেওয়া উচিত।

মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা মণিপুরে ভারতের তেরঙা জাতীয় পতাকা নামিয়ে নতুন একটি সাতরঙা পতাকা উত্তোলন করেছে বলে জানা গেছে।

থাউবালের ডেপুটি কমিশনার এ সুভাষ সিং ইস্টমোজোকে বলেছেন, বিক্ষোভকারীরা একটি পুরোনো সালাই ট্যারেট পতাকা নামিয়ে সেখানে নতুন পতাকা টানিয়ে দিয়েছে। আর এই ঘটনাটি ডিসি অফিসের প্রধান ভবনে ঘটেনি, বরং মূল ফটকে ঘটেছে বলে দাবি করেছেন তিনি।

 কাঙ্গলিপাক বা সালাই ট্যারেট পতাকা একটি আয়তাকার সাত রঙের পতাকা। প্রাচীনকালের মেইতি জাতিগোষ্ঠীর সাতটি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন।

যুক্তরাষ্ট্রের বোর্ডিং স্কুলে হাজার আদিবাসী শিশুর মৃত্যু

 

ছবি: আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের একটি বোর্ডিং স্কুলে কমপক্ষে এক হাজার আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। শারীরিক, মানসিক, যৌন নির্যাতন ও অসুস্থতার কারণে এসব শিশুর মৃত্যু হয়। মার্কিন স্বরাষ্ট্র বিভাগের কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদন অনুসারে, ১৮১৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পরিচালিত প্রায় ৪০০টি মার্কিন বোর্ডিং স্কুলে এসব শিশুদের মৃত্যু হয়।

মার্কিন অভ্যন্তরীণ সচিব দেব হালান্ডের নেতৃত্বে পরিচালিত এ তদন্তে বলা হয়েছে, ১৮১৯ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত সমগ্র মার্কিন-মল্লুকে ৪০০টিরও বেশি বোর্ডিং স্কুল ছিল। এর মধ্যে ৬৫টিতে ডজন ডজন আদিবাসী শিশুর সমাধি পাওয়া গেছে।

এছাড়াও সেই সব বোর্ডিং স্কুলের সীমানার মধ্যে বহু সমাধিও ছিল যেগুলো আদিবাসী শিশুদের কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এসব বোর্ডিং স্কুল আদিবাসী শিশুদের শ্বেতাঙ্গ সমাজে আত্তীকরণ বা মিশে যাওয়ার দীক্ষা দিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব স্কুলে আদিবাসী শিশুদেরকে জোর করে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হতো। এতে তারা নিজস্ব ভাষা, সংস্কৃতি, জাতিসত্তা একেবাবে ভুলে যেত।

এসব স্কুলগুলোতে শিশুদের ইংরেজি নাম দেওয়া হতো। এমনকি তাদের কৃষিকাজ, ইট তৈরি এবং রেলপথে কাজ করার মতো কায়িক শ্রম করতে বাধ্য করা হতো বলে তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

ন্যাশনাল নেটিভ আমেরিকান বোর্ডিং স্কুল হিলিং কোয়ালিশন অনুসারে, ১৯৬৯ থেকে ১৯৬০ পর্যন্ত কয়েক হাজার শিশুকে জোর করে বোর্ডিং স্কুলে রাখা হয়েছিল। ১৯২৬ সাল পর্যন্ত দেশটির আদিবাসীর প্রায় ৮৩ শতাংশ স্কুল-বয়সী শিশু স্কুলগুলোতে ভর্তি হয়।

এদিকে, এত সংখ্যক আদিবাসী শিশুর মৃত্যুর জন্য মার্কিন সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

তামিলনাড়ুতে সরকারি স্কুলের নামকরণে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আদালত

ভারতের তামিলনাড়ুতে সরকারি স্কুলের নামকরণে আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন মাদ্রাস হাইকোর্ট। এমনকি সমস্ত সরকারি স্কুলের নাম থেকে ওই ধরনের শব্দ সরিয়ে ফেলতে বলা হয়েছে। শুক্রবার বিচারপতি এসএম সুব্রহ্মণ্যম এবং বিচারপতি সি কুমারাপ্পানের বেঞ্চে এই নির্দেশনা দেওয়া হয়।

শুধু ‘আদিবাসী নয়, নির্দিষ্ট কোনও সম্প্রদায়কে চিহ্নিত করে, এমন কোনও শব্দই স্কুলের নামে ব্যবহার করা যাবে না। আদালত জানিয়েছে, এতে বৈষম্য প্রকট হয়ে ওঠে। ছোটদের স্কুলে যা কাম্য নয়।

সম্প্রতি তামিলনাড়ুর আদিবাসী অধ্যুষিত কলবরায়ণ এলাকায় বিষাক্ত মদ খেয়ে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়। সেখানকার মানুষের আর্থ-সামাজিক অবস্থান সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল হাইকোর্টে। শুক্রবার সেখানেই আদালত সরকারি স্কুলের নামে এই ধরনের শব্দ ব্যবহারে আপত্তি জানায়।

তামিলনাড়ু সরকারকে বলা হয়েছে, অবিলম্বে এই ধরনের স্কুলের নাম পরিবর্তন করতে হবে।

আদালতের পর্যবেক্ষণ, জনগণের টাকায় চলা সরকারি স্কুলে ‘আদিবাসী শব্দ ব্যবহার কাম্য নয়। কারণ, তাতে ওই সমস্ত স্কুলের পড়ুয়ারা নিজেদের পৃথক মনে করতে পারে। তাদের মনে হতে পারে, তারা আশপাশের অন্য স্কুলের ছাত্রছাত্রীদের চেয়ে আলাদা, কারণ, তারা ‘আদিবাসী। একুশ শতকের সমাজে এই ধরনের বৈষম্য ‘বেদনাদায়ক বলেও মন্তব্য করেছে আদালত।

কলবরায়ণ এলাকায় যে সমস্ত সরকারি স্কুল রয়েছে, তার অধিকাংশের নামেই আগে বা পরে ‘আদিবাসী শব্দটি রয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে, এখন থেকে ‘আদিবাসী শব্দ সরিয়ে ওই সমস্ত স্কুলের নামে ব্যবহার করতে হবে শুধুমাত্র ‘সরকারি শব্দটি।

পদ্মশ্রী পুরস্কার পেলেন স্মৃতিরেখা চাকমা

পদ্মশ্রী পুরস্কার পেলেন স্মৃতিরেখা চাকমা

বয়ন শিল্পে অসাধারণ অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার পেলেন স্মৃতিরেখা চাকমা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের রাষ্ট্রপতি ভবনের দরবার হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

স্মৃতিরেখা চাকমা কাপড়ে পরিবেশবান্ধব উদ্ভিজ রঙিন সুতির সুতোকে ঐতিহ্যবাহী ডিজাইনে ফুটিয়ে তুলেছেন। তিনি গ্রামীণ মহিলাদের বয়ন শিল্পে প্রশিক্ষণ দেওয়ার জন্য উজিয়া জাধা নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান করেছেন।

তাঁর কাছে আসা প্রশিক্ষণার্থীদের তিনি বিনামূল্যে থাকা-খাওয়ার সুবিধা দিয়ে এবং এমনকি স্টাইপেন্ড দিয়েও বয়ন ও প্রাকৃতিক রঙের প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা করেন। যার ফলস্বরূপ তাঁর চারজন প্রশিক্ষণার্থীও জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।

শ্রীমতি স্মৃতিরেখা চাকমা ১৯৬৪ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মহিয়সী এ নারী শৈশবে তার দিদাকে ঐতিহ্যবাহী নাগা পদ্ধতি ব্যবহার করে কটি তাঁতে বুনতে দেখেছেন এবং এখন তিনি এই কাজে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছেন। বর্তমানে তাঁর বয়স ৬৩ বছর।

জঙ্গল থেকে সংগ্রহ করা বিভিন্ন গাছ, লতাপাতা, বীজ, ফুল, ভেষজ, শেকড়, গাছের ছাল ইত্যাদি পরিবেশ-বান্ধব সামগ্রী দিয়ে সূতির সুতোকে রাঙানোর কাজে বিশেষ দক্ষতা দেখিয়েছেন তিনি।

তাঁর কাজ ভারতের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশেও বিভিন্ন মন্দির ও জাদুঘরে স্থান পেয়েছে। গত দুই দশকের বেশি সময় ধরে তিনি তাঁর মর্যাদাপূর্ণ সৃষ্টির প্রদর্শনের জন্য ত্রিপুরা, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও আসামে বিভিন্ন সেমিনার, কর্মশালা, প্রদর্শনী, প্রশিক্ষণ ইত্যাদিতে অংশগ্রহণ করেছেন। 

সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ রিঙ্কি চাকমা আর নেই

 

সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ রিঙ্কি চাকমা

অনলাইন ডেস্ক: মাত্র ২৮ বছর বয়সেই নিভে গেল সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ রিঙ্কি চাকমার জীবনের প্রদীপ। ক্যানসারে তাঁর মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

২০২২ সাল থেকে মারণ ব্রেস্ট ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। ফাইলোডস টিউমার ধরা পড়েছিল‌ তাঁর। প্রাথমিকভাবে সেরেও গিয়েছিল ক্যানসার। কিন্তু পরে আবার ফিরে আসে।

মেপাস্ট্যাসিস প্রক্রিয়ায় ক্যানসার ছড়িয়ে পড়ে প্রথমে ফুসফুসে। পরে সেখান থেকে ব্রেনে। কেমো চলছিল। কিন্তু শরীর তাতে সায় দেয়নি। সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী খবর, গত ২২ ফেব্রুয়ারি তাকে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসায় সাড়া দেয়নি শরীর।

সম্প্রতি ইন্সটাগ্রাম পোস্টে নিজের অসুস্থতার কথা ভক্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রিঙ্কি চাকমা‌। শেষ পোস্টটি তিনি নয়া দিল্লির এইমস থেকে করেন। এর আগে কখনই নিজের শারীরিক অবস্থার কথা খোলাসা করে লেখেননি ইনস্টাগ্রামে।

তবে ২৭ জানুয়ারির ওই পোস্টে লেখেন, ‘আমি একা লড়াই করে চলেছি একটি মারণরোগের সঙ্গে। এতদিন কাউকেই এই কথা জানাইনি। তবে এখন সেই সময় এসেছে‌‌।’ এরপরেই তাঁর ক্যানসার ধরা পড়ার কথা জানান রিঙ্কি।

রিঙ্কি জানিয়েছিলেন, মারণরোগ সারাতে বর্তমানে তাঁকে কেমোথেরাপি নিতে হচ্ছে। কিন্তু তাতেও বাঁচার আশা কম। মাত্র ত্রিশ শতাংশ। চিকিৎসকরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেটাই সত্যি হল। ক্যানসারের সঙ্গে দুই বছর লড়েও মাত্র আঠাশেই প্রয়াত হলেন তিনি।

২০১৭ সালে ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ খেতাব জেতেন রিঙ্কি চাকমা। সে বছর মানুষি ছিল্লার মিস ইন্ডিয়া হয়েছিলেন। পরবর্তী সময়ে মানুষি মিস ওয়ার্ল্ড খেতাবও জয় করেন।

ফেমিনা বিউটি প্যাগেন্ট তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছে, ‘রিঙ্কি এমন একটি শক্তি ছিলেন, যাঁর কাজের প্রতি উৎসাহ ছিল প্রবল। ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।’

© all rights reserved - Janajatir Kantho