আদিবাসী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আদিবাসী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

এডিসি হলেন লিটুস চিরান ও ইলিশায় রিছিল

 

ক্ষুদ্র নৃৃগোষ্ঠীর সরকারি কর্মকর্তা

জ.ক. ডেস্ক: অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেলেন গারো জনগোষ্ঠীর দুইজন কৃতি সন্তান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়িত হওয়া এই দুইজন হলেন লিটুস লরেন্স চিরান এবং ইলিশায় রিছিল।

গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এরআগে, ইলিশায় রিছিল নালিতাবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। নিজের সেরাটা নিংড়ে দিয়ে প্রশাসনের সকল দাপ্তরিক কাজের পাশাপাশি মানুষের তরে ছুটে চলেছেন বিরামহীনভাবে। প্রাণপণে চেষ্টা করছেন মানুষের কল্যাণের জন্য নাগরিক সেবা দিতে। পদোন্নতির পর তিনি ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।  

অন্যদিকে, লিটুস লরেন্স চিরান নেত্রকোনার আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর তিনি সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। জনবান্ধব ও পরিশ্রমী এ সরকারি কর্মকর্তা কর্মক্ষেত্রে গণমাধ্যম, ফেসবুক, মুঠোফোনের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বেশ সুনাম অর্জন করেছেন।

এদিকে, একসাথে দুজনের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়িত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানাজানি হতেই গারো জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নানা শ্রেণী পেশার মানুষ এই দুইজনকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।

© all rights reserved - Janajatir Kantho