আমাদের সম্পর্কে

বাংলাদেশ জাতি বৈচিত্র্যের দেশ। বেসরকারি হিসেব অনুসারে এদেশে বাঙালি ছাড়াও প্রায় ৭২টি জাতিগোষ্ঠী-সম্প্রদায় আছে। যাঁরা এ রাষ্ট্রে সচরাচর ‘অপর’ হিসেবে অভিহিত বা চিহ্নিত হয়। মূলধারায় অনালোচিত সেইসব জাতিগোষ্ঠী-সম্প্রদায়ের আছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, সুপ্রাচীন সমাজ ব্যবস্থা। প্রান্তিক সেইসব জাতিগোষ্ঠী-সম্প্রদায়ের যাপিত জীবনের খবর আমাদের অনেকের কাছেই অজানা। জাতীয় অনেক গুরুত্বপূর্ণ খবরের আড়ালে ‘অপর জনগোষ্ঠী-সম্প্রদায়’র সংবাদ মূলধারায় উঠে আসে না; ছাইচাপা পড়ে যায়। 

প্রান্তিক মানুষের কথা বাংলা ভাষাভাষীদের মাঝে তুলে ধরতে ২০১৯ সালের ২৬ মার্চ অনলাইন নিউজ পোর্টাল জনজাতির কন্ঠ পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রম শুরু করে। যাত্রাকাল থেকেই নিউজ পোর্টালটি জাতীয়, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরের পাশাপাশি প্রান্তিক মানুষের সুখ দুঃখ, তাদের স্বকীয় সংস্কৃতির বৈচিত্র্যের কথা তুলে ধরতে সচেষ্ট; প্রতিনিয়ত প্রচার করছে তাদের খবর, যে খবরগুলো মাদল কিংবা প্লুংয়ের সুরের মতোই হারিয়ে যায় দূর পাহাড়ে! 

জনজাতির কণ্ঠ বহুত্ববাদী সমাজ চেতনায় বিশ্বাসী। বাংলাদেশে বহুজাতি, বহু সংস্কৃতি, বহু ভাষা, বহু ধর্মের মানুষের বসবাস। বাঙালি ভিন্ন জাতিগোষ্ঠীর বর্ণিল সংস্কৃতি সামগ্রিক বাংলাদেশী সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ, ঋদ্ধ। 

জনজাতির কণ্ঠ প্রান্তিক সমাজের প্রতিচিত্র হিসেবে কাজ করে যেতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho