স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাথে সমতলের আদিবাসী নেতাদের বৈঠক

 


স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছেন সমতলের আদিবাসী নেতারা। আজ ২৬ জানুয়ারি ২০২৫ সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে বৈঠক হয়।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক . তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সদস্য এড. আব্দুর রহমান, ইলিরা দেওয়ান মাশহুদা খাতুন শেফালী উপস্থিত ছিলেন।

সমতল আদিবাসীদের পক্ষেসমতল আদিবাসী অধিকার আন্দোলনএর আহ্বায়ক উজ্জ্বল আজিম, সদস্য সচিব রিপন চন্দ্র বানাই, সদস্য হেলানা তালাং, টনি চিরান, অলিক মৃ, আন্তনী রেমা, বিভূতি ভূষণ মাহাতো, অলি কুজুর প্রমুখ প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে আদিবাসী নেতারা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে (জেলা, উপজেলা ও ইউনিয়ন) আদিবাসীদের জন্য আলাদা আসন সংরক্ষণ, আদিবাসী বিষয়ক স্ট্যান্ডিং কমিটি (ভূমি ব্যবস্থাপনা, জলাশয়, বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) ও নির্বাচনকালীন সময়ে আদিবাসীদের নিরাপত্তা প্রদানের বিষয়ে আলোচনা করেন।

সমতল আদিবাসী অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ সমতলের আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি ব্যবস্থাপনা ও সামাজিক প্রতিষ্ঠানের (যেমন- গারোদের নকমা প্রথা, হাজংদের গাওবুড়া, সাঁওতালদের মানঝি/পরগানা, পঞ্চায়েত প্রথা ইত্যাদি)  স্বীকৃতি, ক্ষমতায়ন, ভাতা প্রদান ও পর্যাপ্ত বাজেট বরাদ্দের সুপারিশ করেন।

সমতল আদিবাসী অধিকার আন্দোলনের আহ্বায়ক উজ্জ্বল আজিম বলেন, এদেশে ৫০টির বেশি আদিবাসী জাতিগোষ্ঠীর ৪০ লক্ষাধিক মানুষ রয়েছে। এর মধ্যে ৩৯টি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস সমতলের বিভিন্ন অঞ্চলে, যা মোট আদিবাসী জনসংখ্যার দুই-তৃতীয়াংশ।

তিনি আরও বলেন, “স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও সমতলের আদিবাসীদের অধিকার এবং জীবনমান উন্নয়নের জন্য রাষ্ট্র তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি বা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করেনি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মত সমতলের আদিবাসীদের অধিকার এবং জীবনমান উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় ভূমি কমিশন গঠন জরুরি বলে মন্তব্য করেন তিনি। 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho