তিন পার্বত্য জেলায় বাফুফের বিশেষ কর্মসূচি

 


তিন পার্বত্য জেলায় বিশেষ এক ফুটবল কর্মসূচি করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সুবিধাবঞ্চিত ৪৫ নারী ফুটবলারদের অংশগ্রহণে রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে পাবর্ত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ফুটবলের ভূমিকা শীর্ষ এই প্রোগাম করছে বাফুফে।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর সামাজিক দায়বদ্ধতা ইউনিটের প্রধান নেইল স্টা মারিয়া।

কর্মশালা শেষে ৪৫ জন নারী খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ম্যাচ হবে। থেকে বাছাইকৃত ১২ জন ফুটবলার আগামী বছর পাবেন শিক্ষা বৃত্তি। ৪৫ জন নারী খেলোয়াড়কে দেয়া হবে শিক্ষা উপকরণ।

জন প্রশিক্ষক দিন ব্যাপী এই আবাসিক ক্যাম্প করবে। দিনব্যাপী শিশুদের সেফগার্ডিংয়ের পাশাপাশি স্থানীয় আদিবাসী প্রশিক্ষকদের জন্য রয়েছে একদিনের প্রশিক্ষণ কর্মশালা।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho