আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আন্দোলনরতদের গ্রেপ্তারের দাবির তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন আদিবাসীরা। সোশ্যাল মিডিয়ায় ‘আমি আদিবাসী, আমাকে গ্রেপ্তার কর’ পোস্টে গণপ্রতিবাদ জানাচ্ছেন তারা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সার্বভৌম ছাত্র-জনতার’ ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় যারা ‘আদিবাসী’ স্বীকৃতি চাচ্ছেন কিংবা এই দাবি প্রচার করে বেড়াচ্ছেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবির প্রেক্ষিতে আদিবাসী ও সচেতন ব্যক্তিরা সরব হয়েছেন।
বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ ফেইসবুকে লিখেছেন, ‘‘জেলখানায় জায়গা হবে তো?’’
সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা লিখেছেন, ‘‘দরকার কী! আদিবাসীরা তো গ্রেপ্তার এবং কারাগারেই আছে। বরং যারা গ্রেপ্তারের দাবি করছে রাষ্ট্রদ্রোহিতার দায়ে তাদের গ্রেপ্তার করা করলেই রাষ্ট্র নিরাপদ হবে।’’
প্রতিবাদ জানিয়ে তরুণ কবি ও লেখক নিগূঢ় ম্রং লিখেছেন, ‘‘আমি আদিবাসী, আমাকে গ্রেফতার করুন।’’
হোশেয় সাংমা নামের একজন লিখেছেন, ‘‘আবার নতুন করে সংগ্রাম শুরু করতে হবে তাহলে দেখছি। যায় যবে যাক প্রাণ।’’
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন