নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত তারুণ্যের উৎসবে স্বর্ণপদক জিতেছেন বিকেএসপি’র উম্যাচিং মারমা। বৃহস্পতিবার টঙ্গীর আর্চারি ক্যাম্প মাঠে পুলিশের ইতি খাতুনকে হারিয়ে স্বর্ণপদক জেতেন তিনি।
নকআউট রাউন্ডে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে উম্যাচিংকে। কিন্তু সেটি জয় করতে পেরেছেন তিনি। কীভাবে জয় করলেন এ নিয়ে উম্যাচিং মারমা বলেন, ‘ম্যাচের সময় আলম স্যার (বিকেএসপির প্রধান কোচ নূরে আলম) পেছনে ছিলেন, তখন মনে মনে ভাবছিলাম আজ যদি হেরে যাই, তবে স্যার কষ্ট পাবেন। আমি চাইনি স্যার কষ্ট পাক। স্যারকে খুশি করতে চেয়েছি, আর সেটা মনে করেই তীর ছুড়েছি। তারপর তো পদক জিতলাম; স্যারেরাও খুশি হয়েছেন। অনেকদিন পর স্যারদের মুখে হাসি দেখেছি।’
বান্দরবানের থানচির মেয়ে উম্যাচিং। আঠারো পেরোনোর আগেই ২০২৩ সালে জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল তাঁর সামনে। কিন্তু পারফরম্যান্সের কারণে বাদ পড়েন এক বছরের মধ্যেই। এরপর চলতি বছরের জানুয়ারিতে নিজেকে খুঁজে পেলেন তিনি।
পারফরম্যান্সকে আরও উন্নত করে নিজেকে শানিয়ে
জাতীয় দলে ফিরতে চান
উম্যাচিং। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলে ফেরার জন্য আমার আত্মবিশ্বাস আছে। বৃহস্পতিবার যে পারফর্ম করেছি, সেটা হয়তো খুব ভালো না। তবে যেটা হয়েছে, বলব ভালোই হয়েছে, কিন্তু আমি মনে করি জাতীয় দলে ফেরার জন্য আরও ভালো করতে হবে।’
উল্লেখ্য, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন