আদিবাসী নৃত্য-গীতে রাজশাহীতে চীনা নববর্ষ উদযাপন

 


রাজশাহীতে আদিবাসী নৃত্য-গীতে চীনা নববর্ষ উদযাপিত হয়েছে।  বুধবার (২৯ জানুয়ারি) সকালে গোদাগাড়ীর কান্তপাশা গ্রামে আয়োজন করা হয়।

পরিবর্তন রাজশাহী, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর উদ্যোগে ২০২৫ সালের চাইনিজ নববর্ষ উদযাপন করা হয়েছে।

উদ্যোগটি সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং টেকসই বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ প্রচারের লক্ষ্যে একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নবায়ন, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়ন -প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী উৎসব এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধান নিয়ে আলোচনা ছিল। আয়োজনে বক্তারা চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছোটন সরদার, জেলার সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho