আদিবাসীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

 


ঢাকার মতিঝিলেসংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ। না হলে সারা দেশের আদিবাসীরা আন্দোলনে নামবে বলেও ঘোষণা দেন তিনি।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত আদিবাসীদের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে আয়োজিত এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে তিনি ঘোষণা দেন। বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটি সমাবেশের আয়োজন করে। সমাবেশে আদিবাসীদের ওপর হামলার বিভিন্ন চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

অলিক মৃ বলেন, গত ১৫ তারিখে আদিবাসীদের উপর হামলা করা হলেও আজকে ২৪ তারিখ হয়ে গেছে। তবুও সরকারের কোন দৃশ্যমান কর্মসূচি দেখতে পাচ্ছি না। সরকার শুধু একটা বিবৃতি দিয়ে দায় এড়াতে পারেন না।

এখনো গ্রাফিতি পুনর্বহাল করেনি। শুধু দুইজনকে নামমাত্র গ্ৰেপ্তার করা হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়ে বলা হচ্ছে আদিবাসী শব্দ ব্যবহার ব্যবহার করা যাবে না।

তিনি আরো বলেন, গতকাল দেখলাম মিছিলে যারা হামলা করেছে, তারাই অন্য ব্যানার ব্যবহার করে আমাদের শাস্তি চাচ্ছে। হামলার মূলহোতাদের এখনো গ্রেপ্তার করা হয় নাই। তারা অনলাইনে টকশো করে বেড়াচ্ছে। পুলিশ এখনো তাদের ধরতে পারে নাই।

বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতা রিপন চন্দ্র বানাই বলেন, আমরা আদিবাসীরা এ দেশের নাগরিক। আমরা দ্বর্থ্যহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশে আদিবাসী নামটি কখনোই মুছে ফেলে দেওয়া যাবে না। যত চেষ্টাই করা হোক না কেন, আদিবাসীরা তত বেশি গর্জে উঠবে।

আদিবাসী সংবাদমাধ্যম আইপিনিউজের নির্বাহী সম্পাদক সতেজ চাকমা বলেন, এই ভূখণ্ডে আদিবাসীদের উপর নিপীড়ন শুধু আজকের না। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে পাকিস্তান আমল এবং বাংলাদেশেও নিপীড়ন হচ্ছে

সমাবেশে সংহতি জানিয়ে সংগীত পরিবেশন করেনকৃষ্ণকলি’, ‘সায়ান, ‘মাদল’, ‘বাংলা ফাইভ’, ‘এফ মাইনর’, ‘তুহিন কান্তি দাস’, ‘মরফিন ক্লাউড’, ‘দ্যা রাবুগা’, ‘ভিয়েন্টো’, ‘রেড টুইলাইটব্ল‍্যাক বার্ডস

মিঠুন রাকসাম, পরাগ রিছিল, সান্তআ ত্রিপুরা, কুর্নিকোভা চাকমা, আদ্রিতা চাকমা কবিতা আবৃত্তি করেন। বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য প্রচার সম্পাদক দীপায়ন খীসা, শিক্ষা ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল আজিমও সমাবেশে উপস্থিত থেকে সংহতি জানান।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho