পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের
নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা। সচিব পদমর্যাদায় চুক্তি ভিত্তিক দুই বছরের
জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিকের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪-এর ৬(২) ধারা অনুযায়ী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ২ বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট
দেশে রাজনৈতিক পট-পরিবর্তনের পর ১১ আগস্ট উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন পার্বত্য
চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তৎকালীন চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর শূন্য হয় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান
পদটি। বিগত ৪ মাসের বেশি সময় ধরে চেয়ারম্যান পদটি শূন্য থাকার পর অবশেষে পার্বত্য চট্টগ্রাম
উন্নয়ন বোর্ডে সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দিল সরকার।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন