আদিবাসীদের উপর হামলায় আটক ২ জনের মাথায় আঘাতের চিহ্ন নেই


ঢাকার মতিঝিলে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর স্টুডেন্টস ফর সভরেন্টির দুই নেতা আরিফ আল খবির ও মো. আব্বাসের মাথায় ব্যান্ডেজ পরা দেখা গেলেও, তাদের গ্রেপ্তারের পর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা দুজন আহত নন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে কথা জানান। তিনি আরও জানান, ‘সুস্থ অবস্থাতেইদুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনসিটিবি ভবনের সামনে বুধবার আদিবাসী শিক্ষার্থীদের ব্যাপক মারধরের অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাদের কপাল মাথার অংশে ব্যান্ডেজ পরা দেখা গেছে।

পাঠ্যবই থেকেআদিবাসীশব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে পাঠ্যপুস্তক ভবনের সামনেসংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতাব্যানারে অবস্থান নেওয়াদের ওপর হামলা চালায় চিত্রকর্মটি বাদ দেওয়ার পক্ষে অবস্থান নেওয়াস্টুডেন্টস ফর সভরেন্টিনামের একটি সংগঠন।

ওই ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে রাতেই দুই 'হামলাকারীকে' গ্রেপ্তারের তথ্য দেওয়া হয় সরকারের দুই উপদেষ্টার তরফ থেকে।

পরে বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে আটক দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে দিন তাদের ঢাকার আদালতে হাজির করা হয়। এরপর মতিঝিল থানার উপপরিদর্শক কাজী আরমান হোসেন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নাঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho