‘রুপাইয়া তঞ্চঙ্গ্যার মাথার ১২টা সেলাই রাষ্ট্রের ক্ষতকে নির্দেশ করে’

 


ঢাকার মতিঝিলে এনসিটিবির কার্যালয়ের সামনে আদিবাসী ছাত্র-জনতার উপর হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁর মাথায় ১২টা সেলাইয়ের প্রয়োজন পড়েছে। এই ১২টা সেলাই রাষ্ট্রের ক্ষতকে নির্দেশ করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার সন্ধ্যায় শহীদ মিনারে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ মিছিলে তিনি এমন মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, একই বিষয়ে বিপরীত চিন্তাভাবনা কিংবা বিপরীত মতামত নিয়ে একই জায়গায় দুইটা গ্রুপ প্রোগ্রাম নিলেও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী পূর্ব ব্যবস্থা নিতে পারেনি। হামলা হবার পরে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল বাংলা সিনেমার মত। এই হামলার দায় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে নিতে হবে।

আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি মনে করে, আজকের সহিংসতার ঘটনায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে পূর্বঘোষিত সমাবেশের সময় একই স্থানে কর্মসূচি ঘোষণা করে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ দায়িত্বশীল আচরণ করেনি। তাদের এমন সিদ্ধান্ত ইচ্ছাকৃত উত্তেজনা তৈরি করেছে। ঘটনাস্থলে সংঘটিত ঘটনাবলী থেকে এটা স্পষ্ট যে, এই হামলা পরিকল্পিত ছিল এবং এর পেছনে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র ভূমিকা ছিল স্পষ্ট। তাদের এই আচরণ শুধু সহিংসতার মাধ্যমে ভিন্নমত দমনের অপপ্রয়াস নয়, বরং এটি দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার এবং মর্যাদার ওপর সরাসরি আঘাত।



জাতীয় নাগরিক কমিটি জোর দাবি জানায় যে, আহতদের যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। পাশাপাশি, এনসিটিবির সিদ্ধান্তগুলো নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার এবং সকল পক্ষের মতামত বিবেচনা করে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho