জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক
বোর্ডের (এনসিটিবি) নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’
শব্দযুক্ত গ্রাফিতি বাতিলের সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।
বুধবার (১৫ জানুয়ারি) সংগঠনটির
সহ-সাধারণ সম্পাদক ডা. গজেন্দ্র নাথ মাহাতো ও তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক হিরন
মিত্র চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।
কিছু সংখ্যক উগ্র সাম্প্রদায়িক
ও মৌলবাদী গোষ্ঠীর দাবির প্রেক্ষিতে রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের
সাথে কোনরূপ আলাপ না করে এনসিটিবি’র সিদ্ধান্ত গ্রহণকে দুঃখজনক বলে মনে করে বাংলাদেশ আদিবাসী ফোরাম।
এমন হঠকারি সিদ্ধান্ত দেশের সাম্য, গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বড়
অন্তরায়।
বিবৃতিতে আদিবাসী ফোরাম জানায়,
গত ১২ জানুয়ারি স্টুডেন্টস ফর সভারেন্টি নামধারী একটি উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী
সংগঠনের কিছু সদস্য পাঠ্যপুস্তকের প্রচ্ছদ থেকে “আদিবাসী” শব্দ বাতিলের দাবিতে এনসিটিবির
ভবন ঘেরাও করে এবং প্রশাসনের বাধা উপেক্ষা করে ভবনে প্রবেশ করেন। ছাত্র নামধারী সন্ত্রাসীদের
মারমুখী অবস্থানের প্রেক্ষিতে এনসিটিবি কর্তৃপক্ষ কোন যাচাই-বাছাই না করে দাবি মেনে
নেয় এবং ঐদিন রাতেই পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন থেকে আদিবাসী শব্দ প্রত্যাহার করে
নেয়।
জাতীয় পাঠ্যপুস্তক বইয়ের
নবম ও দশম শ্রেণির বাংলা ২য় পত্রের প্রচ্ছদ থেকে “আদিবাসী” শব্দ সম্বলিত গ্রাফিতি
মুছে ফেলার মধ্য দিয়ে আদিবাসীদের আত্মমর্যাদা ও আত্মপরিচয়কে আরেকবার অপমানিত করা
হল বলে মনে করে বাংলাদেশ আদিবাসী ফোরাম।
এনসিটিবি’র সিদ্ধান্তের তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি রোববার সন্ধ্যায় আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ
মিছিলে সংহতি জানিয়েছে সংগঠনটি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন