জাতীয় নাগরিক কমিটির ঢাকা রাইজিং
কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন গারো জাতিসত্তার তরুণ লেখক জাদিল মৃ।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত
রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
জাতীয় নাগরিক কমিটির সদস্য অলিক মৃ’র সুপারিশক্রমে কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী
ও সদস্য সচিব আখতার হোসেন এই কমিটির অনুমোদন করেন।
৫৫ সদস্য বিশিষ্ট গঠিত প্রতিনিধি
কমিটিতে জাদিল মৃ ছাড়াও আরও ছয়জন আদিবাসী প্রতিনিধি রয়েছেন। তারা হলেন- শোভন মং, সঞ্জীব
কুমার কোচ, সঞ্জয় বর্মণ, ইব্রীয় ম্রং, তুষার মাঝি, বিনয় নকরেক।
এই কমিটি জুলাই অভ্যুত্থান
চলাকালীন টাঙ্গাইলে শহীদ হওয়া ভাই ও বোনদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে
কাজ করে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন