বন্যার্তদের জন্য বাগাছাস-গাসুর ত্রাণ সংগ্রহ কর্মসূচি

 


শেরপুর ও ময়মনসিংহে চলমান বন্যা পরিস্থিতিতে গারো ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে চলছে ত্রাণ সংগ্রহ কর্মসূচি। ঢাকা, ময়মনসিংহ সহ মান্দি অধ্যুষিত অঞ্চলগুলোতে ত্রাণ সংগ্রহ করছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। একইভাবে অনলাইনে প্রচারণা চালিয়েও ত্রাণ সংগ্রহ করছেন তারা।

ইতোমধ্যে ঝিনাইগাতী-কলমাকান্দার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাগাছাস। পর্যায়ক্রমে ধোবাউড়া, হালুয়াঘাটের ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলে জানা গেছে।

রোববার বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্যাট্রিক চিসিমের নেতৃত্বে ঢাকার বসুন্ধরা, গুলশান, কালচাঁদপুর, বাড্ডা এলাকায় বক্সে ত্রাণ সংগ্রহ করে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় লোকজন স্বতঃস্ফূর্তভাবে তাদের সহযোগিতা করে।

বাগাছাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্যাট্রিক চিসিম বলেন, ‘উজানের ঢলে সৃষ্ট বন্যায় তুলনামূলক সমতল এলাকার মান্দি গ্রামগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। যদিও এখনো সেভাবে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। অনেকের ঘরবাড়ি ভেঙে পড়েছে। পুকুর ভেসে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছে অনেক মান্দি পরিবার।’

বাগাছাসের এ নেতা আরও জানান, যাতায়াত খরচ এবং সময়ের কথা বিবেচনা করে ত্রাণের টাকা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা স্থানীয়ভাবে অ্যারেঞ্জ করে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ পৌঁচ্ছে দিচ্ছে।   

এদিকে, গারো স্টুডেন্ট ইউনিয়নের (গাসু) নেতাকর্মীরাও পাশে দাঁড়িয়েছে বন্যার্তদের। ঢাকার বিভিন্ন চার্চে বক্স হাতে ত্রাণ সংগ্রহে নেমেছেন তারা। এরইমাঝে নালিতাবাড়ি ও ধোবাউড়ায় সংগঠনটি ত্রাণ বিতরণ করেছে।

গাসুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সতীর্থ চিরান বলেন, এখনো ত্রাণ সংগ্রহ চলমান রয়েছে। অনলাইন কিংবা অফলাইন দুটি মাধ্যমেই ত্রাণ পাঠাতে পারেন।

বন্যার্তদের জন্য গাসুর মাধ্যমে আর্থিক সাহায্য পাঠাতে—

01610772924 (বিকাশ)

01733455387 (নগদ)

বাগাছাসের মাধ্যমে আর্থিক সাহায্য পাঠাতে—

01921129770, 01518676274 (বিকাশ)

01866067097, 01518676274 (নগদ)

ব্যাংক একাউন্ট: 1961580020023

ব্যাংকের নাম: Dutch Bangla Bank, Tangail Branch

হিসাবের নাম: Ansang Dalbat

এছাড়াও সংগঠন দুটি শুকনো খাবার, স্যালাইন, বোতলজাত পানি ও বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন সহ যে কোন ধরনের সহযোগিতা পাঠানোর আহ্বান জানিয়েছে।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho