রাঙ্গামাটিতে তঞ্চঙ্গ্যা জাতির
মাতৃভাষায় রচিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার জেলার কাপ্তাইয়ের বড়ইছড়িস্থ
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে পুস্তক দুটির মোড়ক উন্মোচন
করা হয়।
পুস্তক দুটির মধ্যে একটি তঞ্চঙ্গ্যা
বর্ণমালা শিক্ষা বিষয়ক পুস্তক ‘আধুনিক তঞ্চঙ্গ্যা বর্ণমালা শিক্ষা’ এবং
অপরটি ‘পেয়ংখুলা'ব ছ’। এটি তঞ্চঙ্গ্যা ভাষায় রচিত
প্রথম কাহিনীকাব্য।
গ্রন্থ দুটি রচনা করেন তঞ্চঙ্গ্যা
জনগোষ্ঠীর জনপ্রিয় সাহিত্যিক ও ভাষাকর্মী চন্দ্রসেন তঞ্চঙ্গ্যা এবং প্রকাশ করেন অবসরপ্রাপ্ত
ব্যাংকার অমল বিকাশ তঞ্চঙ্গ্যা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপ্তিময়
তালুকদার। অতিথি ছিলেন ওয়াগগা মৌজার হেডম্যান অরুণ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই
অঞ্চলের সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চলের সাধারণ সম্পাদক
অপূর্ব কুমার তঞ্চঙ্গ্যা এবং সাংগঠনিক সম্পাদক ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে উপস্থিতি অতিথিবৃন্ধ
তঞ্চঙ্গ্যা জাতির ভাষা, বর্ণমালা ও সাহিত্যকে টিকিয়ে রাখতে সামর্থ্যবান সকলকে এগিয়ে
আসার আহ্বান জানান।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন