দেশের আর্থ-সামাজিক উন্নয়নে
আসামান্য অবদান রাখায় ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস’ সম্মাননা
পেয়েছেন খিয়াং আদিবাসী জনগোষ্ঠীর হ্লাক্রয়প্রু খেয়াং। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকার
কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
সমাজ পরিবর্তনে ভূমিকা পালনকারী দেশের তৃণমূল পর্যায় থেকে
উঠে আসা সংগ্রামী নারীদের সম্মাননায় এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে আইপিডিসি
ফাইন্যান্স লিমিটেড এবং দ্য ডেইলি স্টার। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৪২ জন নারী এই স্বীকৃতি
পেয়েছেন।
হ্লাক্রয়প্রু খেয়াং রাঙামাটি
ও বান্দরবানের সুবিধাবঞ্চিত খেয়াং নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের
আত্মনির্ভরশীল হতে সাহায্য করেছেন। এই নারীরা এখন তাদের পরিবার চালানোর পাশাপাশি ভাইবোনদের
পড়াশুনা করাচ্ছেন।
গুঙ্গুরু পাড়া আদিবাসী নারী
উন্নয়ন সংস্থার সাবেক চেয়ারপারসন এবং বর্তমান উপদেষ্টা হিসেবে তিনি অনেকের বাড়ি
তৈরি করে দিয়েছেন, কৃষিকাজের জন্য স্বল্প সুদে ঋণ দিয়েছেন এবং উচ্চশিক্ষার জন্য আর্থিক
সহায়তা দিয়েছেন।
হ্লাক্রয়প্রু খেয়াং ছাড়াও অ্যাওয়ার্ডসের
৭ম আসরে সম্মাননা পাওয়া বাকি চারজন মহীয়সী নারীরা হলেন— রাজশাহীর মোছা. সুরাইয়া ফারহানা
রেশমা, যশোরের নাসিমা আক্তার, কক্সবাজারের টিটু পাল, সাতক্ষীরার আলপনা রানী মিস্ত্রি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন