টাঙ্গাইলের মধুপুরে আদিবাসীদের
নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে, উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন শেষে ইউএনও জুবায়ের
হোসেনের মাধ্যমে টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ,
সার্বিক মানব উন্নয়ন সংগঠন, আচিক মিচিক সোসাইটি, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন,
কোচ আদিবাসী সংগঠন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ও গারো স্টুডেন্ট ফেডারেশন এ কর্মসূচির
আয়োজন করে।
এতে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন
পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি থমাস চাম্বুগং,
গারো স্টুডেন্ট ফেডারেশনের মধুপুর শাখার সভাপতি তুষার নেকলা, বাগাছাসের মধুপুর শাখার
লুসি রিছিল, কোচ আদিবাসী সংগঠনের নেতা ভরত বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মধুপুরের
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকসহ সার্বিক মানব উন্নয়ন সংগঠনের
নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকভাবে গাছ চুরির মামলা করায় ৫ সেপ্টেম্বর টাঙ্গাইল
কোর্টে হাজিরা দিতে গেলে তাকে সহ ১২ জনকে জেল হাজতে প্রেরণ করে।
বক্তারা, এই মামলাকে মিথ্যা
ও ভূমিহীন আদিবাসী জনগনের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার অপচেষ্টা বলে দাবি
করেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন