‘আদিবাসী-সংখ্যালঘুদের মনে আতঙ্ক বিরাজ করছে’

 

আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু জনগনের মনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর জেলায় আদিবাসীদের উপর হামলা, স্থাপনা ভাংচুর, সম্পদ লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ।

মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কী ও সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান এক বিবৃতিতে এ দাবি জানান।

আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সচেতন জনগণকে পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে সংগঠনটি। সেই সঙ্গে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থান ও আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনকে মুক্তিকামী জনগণের বিজয় বলে উল্লেখ করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho