আয়নাঘর থেকে মাইকেল চাকমা মুক্ত, কল্পনা চাকমা কোথায়–প্রশ্ন

 


গোপন বন্দীশালা আয়নাঘর থেকে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার মুক্তির পর কল্পনা চাকমাকে নিয়ে সরব হয়েছেন সচেতন নাগরিকেরা। এই রাজনৈতিকর্মী কোথায়তুলছেন সেই প্রশ্ন।

এ নিয়ে নিপ্পন চাকমার একটি লেখা ফেইসবুকে সয়লাব হয়ে গিয়েছে। তিনি লিখেছেন, আঁধাপাকা চুল, একটু বয়সের ছাপ, বয়সটা গত ২৮ বছরে অনেকখানি হয়েছে ‘কল্পনা চাকমা’ নামে এমন কোনো ভদ্রমহিলাকেও যদি পাওয়া যেতো পাহাড় আজ কিছুটা হলেও আনন্দে কেঁদে উঠতো!

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে নিয়ে সরব হয়েছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট হোসেইন সোহেল। তিনি বলেন, মাইকেল চাকমাকে পেলাম আয়নাঘর থেকে। পেলাম আরও ভাইদের কিন্তু আমাদের পার্বত্য জেলার কল্পনা চাকমা কই? তাকে ফেরত দিন দয়া করে।

একইসাথে যারা প্রতিবাদহীন চুপ রয়েছেন তাদেরও সমালোচনা করেছেন তিনি। হোসেন সোহেল লিখেছেন, পাহাড়ের ভ্লগার ভয়েজার ইউটিউবার ইত্যাদি তারা কোন কথা বলছেন না কেন? বর্তমান সময় নিয়ে ভয়ে লেপের তলে ঘুমিয়ে থাকবেন?

গারো জাতিসত্তার কবি ও লেখক নিগূঢ় ম্রং বলেন, অনেকেরই তো খোঁজ পাওয়া যাচ্ছে। আয়নাঘর ভেঙে দেখো, কল্পনা চাকমা কথা বলছে!

প্রতিবাদী গানের দল মাদল-এর অন্যতম সদস্য অন্তর স্কু নিজের ফেইসবুক ওয়ালে লিখেছেন, মাইকেল চাকমাকে পাওয়া গেলো আয়নাঘর থেকে। কল্পনা চাকমা কি ফিরবেন?

রাজনৈতিককর্মী কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিজ বাড়ি থেকে পরিবারের সদস্যদের সামনে অপহৃত হন। তিনি হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পরিবারের সদস্যদের স্পষ্ট অভিযোগ, সেই রাতে কল্পনাকে নিরাপত্তা বাহিনীর লেফটেন্যান্ট পদধারী একজন কর্মকর্তার নেতৃত্বে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এ মামলার বাদী কালিন্দী কুমার চাকমা তাঁর জবানবন্দিতেও সেই একই অভিযোগ উত্থাপন করেছেন। দীর্ঘ ২৮ বছর পর চলতি বছরের ২৩ এপ্রিল রাঙ্গামাটির আদালত অপহরণের মামলাটি খারিজ করে দেয়।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho