জনগণের হাতে ক্ষমতা আনার, জনগণের সরকার ও সাংবিধানিক
রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের
সেন্ট্রাল ওয়ার্কিং টিমের সদস্য মাইকেল চাকমা।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় তোপখানা রোডের কেন্দ্রীয়
কার্যালয়ে ঢাকার কর্মী-সংগঠকদের এক সভায় তিনি এসব কথা বলেন।
গোপন বন্দীশালা আয়না ঘরে ৫ বছর ৩ মাস থাকার স্মৃতিচারণ
করতে গিয়ে মাইকেল চাকমা বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার উচ্ছেদের ফলেই আমি
গুমের মৃত্যু গুহা থেকে জীবন নিয়ে আজ ফিরে আসতে পেরেছি।’
এসময় তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের
প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।
সভার শুরুতে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল
হাকিম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন
হয়েছে। ফ্যাসিস্ট সরকারের গুমের মৃত্যু গুহা আয়নাঘর থেকে ৫ বছর ৩ মাস বন্দি থেকে ফিরে
এসেছেন মাইকেল চাকমা।
এরআগে, গত ৭ আগস্ট আয়না ঘর থেকে মুক্তি পান মাইকেল
চাকমা। ওইদিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া
হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন