আজ সকালে রাঙামাটি জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম
প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শিক্ষার্থীরা সমাবেশ করে। সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে এ সমাবেশ হয়।
সমাবেশে চট্টগ্রাম কলেজের ছাত্রী নিলা চাকমার সভাপতিত্বে
ও বিকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
রিপুল চাকমা, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী উক্রাচিং মারমা, সুষ্টন চাকমা, শিক্ষার্থী
কিকো দেওয়ান ও সংস্কৃতিকর্মী বিজ্ঞান্তর চাকমা।
সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে সেটেলার কর্তৃক পাহাড়ি আদিবাসী নারী ধর্ষণ ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
এছাড়াও ৮ দফা দাবি জানানো হয়। শিক্ষার্থীদের অন্য
দাবিগুলোর মধ্যে রয়েছে— সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহাল,
পাহাড়ে ভূমি সমস্যা নিরসন, সবার গ্রহণযোগ্য নিষ্ঠাবান শিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে শক্তিশালী
তিন পার্বত্য জেলা পরিষদ গঠন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রামকে
পানিশমেন্ট জোন হিসেবে ব্যবহার না করা, সৎ ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন