অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
ইউনূস বলেছেন, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী সবাই এ দেশের নাগরিক এবং সমান আইনের সুরক্ষার
অধিকারী। তাদের সকলের মানবিক অধিকারসহ অন্যান্য সকল অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া
হবে। এজন্য আমি উপদেষ্টা পদমর্যাদা সম্পন্ন একজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছি যার দায়িত্ব
হবে জাতীয় সংহতি উন্নয়ন।
গতকাল রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে
প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে
শপথ নেওয়ার পর গতকাল প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বিচার বিভাগ, পুলিশ,
প্রশাসন, নির্বাচন কমিশন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগের
কথাও তুলে ধরেন তিনি।
এদিকে, প্রধান উপদেষ্টার আদিবাসী শব্দচয়নে আশার আলো দেখছেন আদিবাসীরা। আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি চিরান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী-উপজাতি শব্দ নিপাত যাক, আদিবাসীরা মুক্তি পাক।'
মং এ ঝাউঝাউ লিখেছেন, ‘প্রধান উপদেষ্টার মুখে আদিবাসী
শুনে ভালো লাগছে। লিখিতভাবেও হোক আগামীতে।’
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন