শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী জনগোষ্ঠীর একজন মুক্তিযোদ্ধাকে
বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া আদর্শ গ্রাম
সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র
বর্মন শ্রীবরদী উপজেলার রাণীশিমুল এলাকার বাসিন্দা। এসময় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত
ঝিনাইগাতীর নওকুচি গ্রামের সৌহার্দ্য রায় তারক নামের আরেক আদিবাসী শিক্ষার্থীকেও সংবর্ধণা
প্রদান করা হয়।
ইন্টারন্যাশনাল ইন্ডিজেনাস ডে উদযাপন উপলক্ষে নাগরিক
প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর, কোচ আদিবাসী ইউনিয়ন, এসআইএল-বাংলাদেশ, আইইডি, হাজং সমাজ
কল্যাণ সংগঠন যৌথভাবে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীর
হাতে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। পরে কোচ, বর্মন
ও গারো জাতিগোষ্ঠির সাংস্কৃতিক প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন