চলমান বন্যাকালীন সময়ে তিন পার্বত্য জেলায় তিনজন আদিবাসী
নারী নিপীড়নের ঘটনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের
কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে
এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এতে খাগড়াছড়ির রামগড়ে এক আদিবাসী গৃহবধূকে সংঘবদ্ধ
ধর্ষণকারী মোহাম্মদ ইউসুফ, রানা ও মোশারফ গং, রাঙামাটির বনরূপায় আদিবাসী শিশু ধর্ষণ
চেষ্টাকারী মোহাম্মদ হাবিবুর রহমান ওরফে রাইছ মিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে
আরেক আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারী মোহাম্মদ ফারুককে অতিদ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ সঞ্চালনা করেন পিসিপি, জেলা
শাখার সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা ও সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশন, রাঙামাটি
জেলা কমিটির অর্থ সম্পাদক হিরা চাকমা।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা
কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা বলেন, ‘দেশের বর্তমান যে বন্যা পরিস্থিতিতে মানুষ
সর্বহারা উদ্বাস্তু, সেই জায়গায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তিনটি ধর্ষণের ঘটনা
সত্যিই নিন্দনীয়। সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদী সরকার
পতনের পর বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদেরও প্রত্যাশা বৈষম্যহীন সুষ্ঠু
রাষ্ট্রের।’
যুব নেতা সুমিত্র চাকমা আরও বলেন, ‘এই ধরনের ঘটনার
থেকে প্রশ্ন জাগে পার্বত্য চট্টগ্রামে কি আবারও সাম্প্রদায়িক শক্তি জেগে উঠছে কিনা?
যদি জেগে উঠে তাহলে এই সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে হবে।’
পিসিপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অন্তর চাকমা
বলেন, ‘ধর্ষকদের সুষ্ঠু বিচার না হওয়ায় প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। পার্বত্য চট্টগ্রাম
বাংলাদেশ রাষ্ট্রেরও অংশ।’
এই ছাত্রনেতা অন্তর্বর্তী সরকারের কাছে পার্বত্য চট্টগ্রামে
চলমান বিচারহীন সংস্কৃতি দূরীকরণে বিশেষ দৃষ্টি আরোপ করার দাবি জানান। একইসাথে এই অন্যায়
ও ধর্ষকদের সুষ্ঠু বিচার করা না হলে পার্বত্য চট্টগ্রামের জাগ্রত ছাত্র সমাজ বসে থাকবে
না বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
উলিচিং মারমা বলেন, ‘দেশের একদিকে মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যদিকে পাহাড়ে চলছে
ধর্ষণের ঘটনা। আজও আদিবাসী নারীরা নিরাপদ নয়।’
সভাপতির বক্তব্যে হিরা চাকমা তিন জেলায় তিনটি সংঘটিত
ধর্ষণ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি ও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নের দাবি জানান।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন