গ্রাফিতি মুছে ফেলা ও বাঁধা প্রদানের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

 


বান্দরবানের বিভিন্ন এলাকায় গ্রাফিতি মুছে ফেলা, বাঁধা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী আদিবাসী ছাত্র সমাজ। বুধবার (২১ আগস্ট) বিকেলে বান্দরবান শহরের রাজার মাঠ এলাকা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশ করে তারা।

সমাবেশে জন ত্রিপুরা, জেমস বম, পার্বত্য চট্টগ্রাম গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক সাচিংনু মারমা, ঢাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত অং মারমা প্রমুখ বক্তব্য রাখেন।  

সারাদেশের ছাত্র আন্দোলনের অংশ হিসেবে তিন পার্বত্য জেলায় আদিবাসী শিক্ষার্থীরাও বিভিন্ন গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানান। যেখানে কল্পনা চাকমার সন্ধান সহ বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত লেখা তুলে ধরা হয়। কিন্তু এসব গ্রাফিতি আঁকায় বাঁধা প্রদান ও মুছে দেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারীরা অভিযোগ করেন, ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বতাঞ্চলে বসবাসকারী আদিবাসীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ১৯০০ সালে প্রণীত হিলট্র্যাক্টস রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবি জানানো হয়।

পাশাপাশি সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি করে স্লোগান দেন আন্দোলনকারীরা।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho