পৃথক নয়, পাহাড় ও সমতলের আদিবাসীদের জন্য ১টি মন্ত্রণালয় গঠনের দাবি

 


সমতল ও পাহাড়ের আদিবাসীদের জন্য পৃথক পৃথক নয়, বরং একটি আদিবাসী মন্ত্রণালয় গঠন করে সংবেদনশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃষ্টান্ত তৈরি করতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের বিশিষ্টজনেরা জানিয়েছেন এমন দাবি।

রোববার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন। বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় আদিবাসী পরিষদ, এএলআরডি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ব্লাস্ট, নিজেরা করি, বেলা, আরবান, কাপেং ফাউন্ডেশন, আইপিডিএস, সিসিডিবি, কারিতাস-বাংলাদেশ, আইন ও সালিশ কেন্দ্র, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনসহ ১৪টি সমমনা ও অধিকারভিত্তিক সংস্থা যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

সেমিনারে পল্লব চাকমা, অধ্যাপক মাহমুদুল হাসান সুমন ও ফাল্গুনী ত্রিপুরা তিনটি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে প্যানেল আলোচক হিসেবে ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ব্যারিস্টার সারা হোসেন, আদিবাসী নেত্রী বিচিত্রা তির্কী এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা উপস্থিত ছিলেন।

প্রবন্ধ উপস্থাপকরা পাহাড় ও সমতলের আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভূমি থেকে উচ্ছেদ, আদিবাসীদের জীবননাশ, দেশান্তর হতে বাধ্য করাসহ সম্পত্তিতে নারীর অধিকারের বিষয়টিতে গুরুত্ব আরোপ করেন। তারা এতে আদিবাসী মন্ত্রণালয় এবং ভূমি কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কাছে পার্বত্য তিন জেলা থেকে সামরিক শাসনের অবসান প্রত্যাশা করেন।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho