চবিতে আদিবাসী চলচ্চিত্র প্রদর্শনী

 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আদিবাসী চলচ্চিত্র প্রদর্শনী ও প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির আদিবাসী ও প্রগতিশীল শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে ক্যাম্পাসের রেল স্টেশনে এই অনুষ্ঠানটি শুরু হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন রঁদেভূ শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ প্রতিবাদী গান পরিবেশন করেন।

পরে অং রাখাইন পরিচালিত চাকমা ভাষার চলচ্চিত্র 'ম থেংগারি' (My Bicycle), এসকে শুভ সাদিক পরিচালিত ম্রো ভাষার চলচ্চিত্র ‘Ki'ōri pēkarā u’ (Dear Mother) ও তানভির মোকাম্মেল পরিচালিত ডকুমেন্টারি Karnaphulir Kanna প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্বেষ চাকমা বলেন, দেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর কৃষ্টি, ঐতিহ্য, জীবন-সংগ্রাম ও তাদের বেদনা-প্রান্তিকতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা মনে করি, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতিসহ তাদের মৌলিক অধিকার এখন পর্যন্ত না থাকার কারণে তারা আজও মূলধারা থেকে পিছিয়ে রয়েছে।

পাহাড়ি এই শিক্ষার্থী আরো জানান, পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়ার কারণে পার্বত্য অঞ্চলের আদিবাসীরা প্রতিনিয়ত ভূমি উচ্ছেদ, জাতিগত নিধন ও শোষণ-বঞ্চণার শিকার হচ্ছে। আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকারসহ তাদের নায্য অধিকার পূরণের মধ্য দিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho