আদিবাসী যুবক লিংকন বাস্কে। ছবি: সংগৃহীত |
লিংকনের বাবা দিনমজুর কর্নেলিউস বাস্কে জানান, জন্মের
সময় আমার ছেলে ভালোই ছিল। দেড় বছর বয়সে বাম চোখে ঘা হয় তার।
চোখ দিয়ে সবসময় পানি পরত। চোখ ফুলে যায়। ব্যথা হওয়ার
কারণে শিশু বয়সে লিংকন খুব কান্নাকাটি করত। এক মিশনারী ফাদার তার নিজের অর্থে ডাক্তারের
পরামর্শে চোখ অপসারণ করান। পরবর্তীতে এক চোখ নিয়ে ভালোই ছিলো সে। কিন্ত ৪ বছর বয়সে
ওই চোখের উপর ও কপালে ছোট-ছোট টিউমার বের হয়।
লিংকনের পরিবার জানায়, গ্রামের
স্কুলে লিংকনকে ভর্তি করে দেওয়া হলেও টিউমার হওয়ায় লজ্জায় সে পড়ালেখা বন্ধ করে সর্বক্ষণ
বাড়িতে শুয়ে বসে থাকত। টিউমারগুলো অপারেশনের জন্য ডাক্তারের পরামর্শ নিলে ডাক্তার বলেন,
অল্প বয়সে অপারেশন না করে বয়স বেশি হলে ভালো হবে।
এরপর ছেলের বয়স বেশি হলে ২০১৭ সালের দিকে বেসরকারি
সংস্থা ওয়ার্ল্ড ভিশনের খরচে ঢাকায় অপারেশনে টিউমারগুলো কেটে দেয়। কয়েকদিন পর আবার
চোখের উপর কপাল জুড়ে টিউমার বের হয়। সংস্থাটির সহায়তায় একই হাসপাতালে পর পর ৪’বার অপারেশন করা হয়। তবে ডাক্তার বলেছিলেন পঞ্চম বার অপারেশন করলে নতুন আর টিউমার
বের হবে না। কিন্ত পঞ্চম বার অপারেশনের আগে পাঁচবিবি থেকে ওয়ার্ল্ড ভিশন অফিস বন্ধ
করে দেয়।
এরপর টাকার অভাবে আর অপারেশন করানো হয়নি জানিয়ে লিংকন জানান, ছোটবেলা থেকেই কষ্টের জীবনযাপন কাটাচ্ছি। এমন অবস্থায় রোদে
থাকতে পারি না। চোখ সর্বক্ষণ প্রচন্ড ব্যথা করে। বাবা-মা এখন বেঁচে আছেন। তারা খাওয়াচ্ছেন।
লিংকন বাস্কে আরো বলেন, সমাজের হৃদয়বান ব্যক্তিদের
সহায়তায় আমি নতুন সুস্থ জীবন ফিরে পেতে চাই।
লিংকনের বাবার বিকাশ নম্বর ০১৭৫০-১২৫১৩৯
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন