তিতুমীর কলেজের আদিবাসী ছাত্র সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন (তালিকাসহ)

আদিবাসী ছাত্র সংগঠন
সভাপতি থুইচিং প্রু মারমা, সাধারণ সম্পাদক বিংশ দিব্রা (বাঁ দিক থেকে)

সরকারি তিতুমীর কলেজের আদিবাসী ছাত্র সংগঠন-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৬ মে), তৃতীয় কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে আদিবাসী ছাত্র সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মনিষা ম্রং ও সাধারণ সম্পাদক থুইচিংপ্রু মারমার সঞ্চালনায় অতিথি হিসেবে শিক্ষাবিদ অধ্যাপক রতন সিদ্দিকী উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে অধ্যাপক রতন সিদ্দিকী বাংলাদেশের আদিবাসীদের ইতিহাস তুলে ধরেন। সংক্ষিপ্ত বক্তব্যে সহ-সভাপতি যোহন দিও সংগঠনের ইতিহাস তুলে ধরেন। সাধারণ সম্পাদক থুইচিং প্রু মারমা বিগত কমিটির সফলতা ও ব্যর্থতার গল্প তুলে ধরেন।

এছাড়াও সংগঠনটির উপদেষ্টা অভিভাবক কল্যাণ মারমা বক্তব্য রাখেন। তিনি সংগঠনকে একতার সাথে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত থাকার আহবান জানান।

তৃতীয় কাউন্সিলে সভাপতি হিসেবে থুইচিংপ্রু মারমা, সাধারণ সম্পাদক হিসেবে বিংশ দিব্রা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইমেজ চাকমা নির্বাচিত হন।

পূর্ণাঙ্গ কমিটির তালিকা-


গঠিত কমিটির মেয়াদ এক বছর। 

 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho