মারমাদের সাংগ্রাই উৎসব শুরু, চলবে ১৬ এপ্রিল পর্যন্ত

সাংগ্রাই উৎসব কি

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই। এ উপলক্ষে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজারমাঠ এলাকা থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এই মঙ্গল শোভাযাত্রায় ১১টি পাহাড়ি জনগোষ্ঠীর নানা বয়সের মানুষ অংশ নেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। এ সময় সাবেক পার্বত্য মন্ত্রী সবাইকে বাংলা নববর্ষ ও সাংগ্রাই-এর শুভেচ্ছা জানিয়ে বলেন, বান্দরবানে সম্প্রীতি, বন্ধুত্ব সবকিছুই আছে। তাই পরিবেশের প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নেই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, পৌর মেয়র মো. শামসুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ প্রমুখ।

শোভাযাত্রার পরে বয়োজ্যেষ্ঠ পূজা অনুষ্ঠিত হয়। বয়স্ক পূজার মধ্য দিয়ে সমাজের প্রবীণ ব্যক্তিদের সম্মান জানানো হয়।

এবারের উৎসবের স্লোগান ‘প্রতিটি ফোঁটা-ই হোক শান্তির দূত, পৃথিবী হোক শান্তিময় জলধারা। এ উৎসব আজ ১৩ এপ্রিল শুরু হয়ে চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। মৈত্রী পানি বর্ষণ এবং নানা খেলাধুলার মাধ্যমে এই মাহা সাংগ্রাইং পোয়ে উৎসবের শেষ হবে। 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho