কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান জানান, হিউম্যান
রাইটস ফোরাম বাংলাদেশের (এইচআরএফবি) প্রতিনিধি দল মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় মানবাধিকার
কমিশনের প্রধান কার্যালয়ে যান। এ সময় কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক
সদস্য মো. সেলিম রেজা, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন
ও অর্থ) কাজী আরফান আশিক উপস্থিত ছিলেন।
এসময় প্রতিনিধি দল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির
বিষয়ে তাদের বক্তব্য এবং কমিশনের সহায়তায় বিভিন্ন ধরণের কর্মকাণ্ড পরিচালনার প্রত্যাশা
ব্যক্ত করেন।
প্রতিনিধি দলে নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির
হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকারকর্মী তামান্না
হক রীতি ও কাপেং ফাউন্ডেশন নির্বাহী পরিচালক পল্লব চাকমা উপস্থিত ছিলেন।
আলোচনায় পার্বত্য চট্টগ্রামে কেএনএফের ব্যাংক
ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় নিন্দা প্রকাশ করে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ। প্রতিনিধিদলের
উপস্থাপিত দাবীর প্রেক্ষাপটে কমিশনের চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ,
সহিংসতামুক্ত ও ভারসাম্যপূর্ণ পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন