রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের
কাঁচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়দের সহায়তায় ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এর আগে শনিবার বেলা ২টার দিকে গঙ্গারাম এলাকায় কাচালং
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি।
গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির
শিক্ষার্থী ছিল জয়ন্তী। সে গঙ্গারাম এলাকার মিসন চাকমার মেয়ে।
সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা গণমাধ্যমকে
বলেন, শনিবার দুপুর ২টায় মায়ের সঙ্গে কাচাঁলং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় জয়ন্তী।
খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি। পরে রোববার ভোরে মরদেহ
নদীর ঘাটে ভেসে উঠলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে।
এ ঘটনায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও)
শিরীন আক্তার শিশু জয়ন্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তার পরিবারের
পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন