উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল রাঙ্গামাটি জেলা আইনজীবী
সমিতির নির্বাচন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলে বিকাল
তিনটা পর্যন্ত।
নির্বাচনে আবারও সভাপতি পদে জয়ী হয়েছেন পাবলিক প্রসিকিউটর
এডভোকেট মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন এডভোকেট রাজিব চাকমা।
ভোট গণনা শেষে বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের
নাম ঘোষণা করেন বারের প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত এডভোকেট মিহির বরণ
চাকমা।
এ সময় সরকারি নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বরত এডভোকেট
ফরহাদ চৌধুরী ও এডভোকেট জীবন বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।
এছাড়া রাঙ্গামাটি আইনজীবী সমিতির নির্বাচনে অন্যান্যদের
মধ্যে কোষাধক্ষ্য পদে দর্শন চাকমা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে এডভোকেট মামুন ভূঁইয়া
নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মাকসুদা
হক ও সুস্মিতা চাকমা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডভোকেট মিলন চাকমা, পাঠাগার সম্পাদক
হিসেবে শ্রীজ্ঞানী চাকমা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন