বাকি পাঁচজন হলেন অনূর্ধ্ব-১৯ দলের মোসাম্মাৎ সাগরিকা,
মুনকি আক্তার এবং অনূর্ধ্ব-১৬ দলের ইয়ারজান বেগম, অপির্তা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি।
পার্বত্য জেলা রাঙামাটির মেয়ে থুইনুই মারমা। লাল-সবুজের
জার্সি গায়ে জড়িয়ে উঁচিয়ে ধরেছেন সদ্য অনুষ্ঠিত হওয়া সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের
শিরোপা। ভুটান ও ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে জালে বল পাঠিয়েছিলেন এ কিশোরী।
ঈদের ছুটি কাটিয়ে মেয়েরা ক্যাম্পে ফেরার পর নতুন ৬
জনের সঙ্গে চুক্তি করবে বাফুফে। আর পুরনো যারা থাকবেন তাদের চুক্তি স্বয়ংক্রিয়ভাবেই
নবায়ন হয়ে যাবে। তবে শুধু ক্যাটাগরি পরিবর্তন হবে কারো কারো।
জানা গেছে, নতুন চুক্তিতে মোট ৩৫ জন ফুটবলার
যুক্ত হচ্ছেন। খেলোয়াড় বাড়লেও টাকার পরিমাণ থাকবে আগের মতোই। তবে ক্যাটাগরি বাড়বে।
আগে তিন ক্যাটাগরিতে ৩০ জন ফুটবলার বেতন পেয়েছেন। ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ বেতন ছিল
৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরির বেতন
৩০ হাজার টাকা।
নতুন চুক্তিতে ক্যাটাগরি বাড়তে পারে জানিয়ে বাফুফের
সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আগে মোট যে টাকা দেওয়া হয়েছিল, এবারের পরিমাণ
সে রকমই থাকছে। ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা বেতন পাবেন মেয়েরা। ১০ এবং ২০ বা ২২ হাজার
টাকার আরো দুটি ক্যাটাগরিও থাকতে পারে।’
এ
ক্যাটাগরি অর্থাৎ ৫০ হাজার টাকা করে বেতন পাচ্ছেন সাবিনা খাতুন, রুপনা চাকমা, মাসুরা
পারভীন, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফার ইয়াসমিন, আনাই মোগিনি, মারিয়া মান্দা, মনিকা
চাকমা, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সানজিদা আক্তার, মার্জিয়া, কৃঞ্চারানী সরকার,
তহুরা খাতুন।
বি ক্যাটাগরি অর্থাৎ ৩০ হাজার টাকা করে পাচ্ছেন সোহাগি
কিসকু, স্বপ্না রানী, আফঈদা খন্দকার, শাহেদা আক্তার, স্বর্না রানী মন্ডল, আকলিমা খাতুন,
সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, সাতসুশিমা সুমাইয়া, হালিমা আক্তার, কোহাতি কিসকু, নাসরিন
আক্তার, ইতি খাতুন এবং ১৫ হাজার টাকা করে মিস রুপা ও আইরিন খাতুন।
তবে সামনের চুক্তিতে পারফরম্যান্সের ভিত্তিতে কারো
কারো ক্যাটাগরি পরিবর্তন হবে। কেউ নিচের ক্যাটাগরিতে চলে যাবেন, কেউ ওপরে উঠবেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন