জিএসএফ মধুপুর শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

গারো স্টুডেন্ট ফেডারেশন

গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) মধুপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রলয় নকরেক ও সাধারণ সম্পাদক লিয়াং রিছিল কমিটির অনুমোদন দেন।

বৃহস্পতিবার (২১ মার্চ), সংগঠনটির অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৭ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ৫ জনকে।  

A.chik a.song tang.bangchina, A.chik Ma.ko salangchina স্লোগানকে ধারণ করে সংগঠনটি আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছে।

কমিটিতে যারা এসেছেন সকল সংগ্রামী সহযোদ্ধাদের বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জিএসএফ কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়, আপনাদের বিপ্লবী চেতনায় শোষিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রাম দীর্ঘজীবী হবে, এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।

এরআগে, গত ফেব্রুয়ারি মাসে জিএসএফ মধুপুর উপজেলা শাখার ছাত্র সম্মেলন ও কাউন্সিল হয়। এতে সভাপতি হিসেবে তুষার নেকলা, সাধারণ সম্পাদক হিসেবে অজয় চিসিম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সুস্ময় মাংসাং নির্বাচিত হন।

পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন— 







কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho