গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) মধুপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রলয় নকরেক ও সাধারণ সম্পাদক লিয়াং রিছিল কমিটির অনুমোদন দেন।
বৃহস্পতিবার (২১ মার্চ), সংগঠনটির অফিসিয়াল
ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৭
জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ৫ জনকে।
A.chik a.song tang.bangchina, A.chik Ma.ko
salangchina স্লোগানকে ধারণ করে সংগঠনটি আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত
রেখেছে।
কমিটিতে যারা এসেছেন সকল সংগ্রামী সহযোদ্ধাদের বিপ্লবী
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জিএসএফ কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়, আপনাদের বিপ্লবী চেতনায় শোষিত, নিপীড়িত ও অধিকার
বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রাম দীর্ঘজীবী হবে, এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।
এরআগে, গত ফেব্রুয়ারি মাসে জিএসএফ মধুপুর উপজেলা
শাখার ছাত্র সম্মেলন ও কাউন্সিল হয়। এতে সভাপতি হিসেবে তুষার নেকলা, সাধারণ
সম্পাদক হিসেবে অজয় চিসিম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সুস্ময় মাংসাং নির্বাচিত
হন।
পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন—
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন