এতে সভাপতি হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাবিল চাকমা এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান
রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পংকজ চাকমা মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে মনোনীত সদস্যরা হলেন— সহ-সভাপতি চিনুমং মারমা, উথান্ট উইন, অনোমা চাকমা,
সহ-সাধারণ সম্পাদক কোকো সাইন মারমা, চয়নিকা চাকমা, সাংগঠনিক সম্পাদক মংক্যচিং মারমা,
বাবলু মারমা, সূচনা ত্রিপুরা, অর্থ সম্পাদক পিকাসু চাকমা, সহ-অর্থ সম্পাদক দিভাস বসু
চাকমা প্রমুখ।
লাইব্রেরি বিষয়ক সম্পাদক হয়েছেন ফলিন্দ্র ত্রিপুরা,
খেলাধুলা বিষয়ক সম্পাদক নুমংসিং মারমা, উন্মেষ চাকমা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক
সম্পাদক চাইন্দাওয়াং মারমা, তথ্য প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মন্টু চাকমা, মহিলা
বিষয়ক সম্পাদক জুলিয়া চাকমা।
এছাড়া কার্যকরি সদস্য হিসেবে সদায় মানিক ত্রিপুরা,
পহেল চাকমা, আবির চাকমা, হ্যাপী চাকমা, জয়ন্ত চাকমা, মংসিনু মারমা এবং অংক্যহ্লা খুমি
মনোনীত হয়েছেন।
সংগঠনটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী
শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ভর্তি সহযোগিতা সহ বিভিন্ন
শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সংগঠনটির মাধ্যমে পাহাড়ি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ
থাকার প্রয়াস পায়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন