যেকোন মূল্যে ঢাকেশ্বরী মন্দিরের বেদখলে থাকা ১২
বিঘা জমি উদ্ধার হওয়া দরকার বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী
কুজেন্দ্র লাল ত্রিপুরা।
শনিবার (১৬ মার্চ) ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা
উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে দেওয়া বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, কোনো মন্দিরের জমি দখল
হওয়া সমীচীন নয়। ঢাকেশ্বরী মন্দিরের বেদখলে থাকা জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে
হবে। এই জমি যদি সরকার উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষকে দিয়ে দেয়, তাহলে দেশের সম্পদ
কমবে না। কারও কোনো ক্ষতি হবে না।
অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার ঐক্যবব্ধ
ভূমিকা জরুরি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে
হবে। এ নিয়ে কোনো আপস নয়।
সম্মেলনে সাংবাদিক বাসুদেব ধর-কে সভাপতি ও সাংবাদিক
সন্তোষ শর্মা-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আগামী
২ বছরের (২০২৪-২০২৫) নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন