স্টাফ রিপোর্টার: ছাত্র-যুবনেতা বিপুল, সুনীল, লিটন, রুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে সমমনা কয়েকটি সংগঠন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ হয়।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ,
হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট
যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে পিসিপি’র সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় ও গণতান্ত্রিক যুব
ফোরামের সভাপতি জিকো ত্রিপুরার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কনিকা
দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অংকন চাকমা, ফাহিম আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘বিপুল চাকমাদের হত্যার দুই মাস পরেও খুনিদের গ্রেপ্তার
করা হয়নি। উল্টো প্রশাসন খুনিদের প্রশ্রয় দিচ্ছে। ঘোলা পানিতে মাছ শিকারের মতো পার্বত্য
চট্টগ্রামে খুন, গুম করা হচ্ছে।’
এসময় তারা অবিলম্বে বিপুল চাকমা সহ চার নেতার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার
দাবি করেন।
সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে
যাওয়ার সময় বাংলাদেশ শিশু একাডেমির সামনে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। পুলিশী বাধার এক পর্যায়ে
একাডেমির সামনে জিকো ত্রিপুরার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা
করা হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন