লিয়ন রিছিল
আর কত অন্যায় সইবে ভগবান
চারদিকে শুধু অনাচার-পাপ,
পাপাচারের সীমা লঙ্ঘিত
তাইতো বিশ্বমাঝে
বিধাতার অভিশাপ।
নির্দোষেরে করে হত্যা
খালি করে অভাগা মায়ের কোল,
লুন্ঠিত হয় কাঙালের ধন
নর রক্তে খেলে হলি দোল।
মাঠে ঘাটে, চলন্ত বাসে ধর্ষণ
নারী দেহ খায় নরপশু,
এসব পাপের পরেও তোমাকে
মুক্তি দিবে কি যীশু?
আল্লাহর নামে হামলা করে
মুছতে চাও পাপের গ্লানি,
জঙ্গি তুমি সন্ত্রাসজাতি
নহে আসল মুসলমান জানি।
ক্ষমতার দাপটে নিয়ে চালের বস্তা
তেলের বোতল তোমার খাটের তলে,
তাই সম্মুখে তোমায় সালাম দিয়েও
পশ্চাদে লাঠি দিয়ে চোর বলে।
অনেক সুন্দর হয়েছে💖 এগিয়ে যাও দাদা💖💖
সুন্দর কবিতা। মনে ভরে গেল