আন্তর্জাতিক ডেস্ক: লাদাখ সীমান্তে চীন-ভারত সেনাবাহিনীর সংঘর্ষে আদিবাসী সম্প্রদায়ের তিনজন সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। গত ১৫ জুন লাদাখের পূর্ব গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ভারতের ২০ জন সেনা নিহতের মধ্যে তিনজন আদিবাসী সম্প্রদায়ের রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়।
নিহত সিপাহী গণেশ হাঁসদা, নায়েব সুবেদার নন্দুরাম সরেন এবং সিপাহী রাজেশ উরাও আদিবাসী সম্প্রদায়ভূক্ত। নন্দুরাম সরেনের বাড়ি উড়িষ্যার ময়ূরভঞ্জে, গণেশ হাঁসদার বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে আর রাজেশ উরাওয়ের বাড়ি পশ্চিমবঙ্গ বীরভূমের মহম্মদবাজার থানার ভুতুরা এলাকায়।
নিহত তিনজন ঘটনার দিন লাদাখের পূর্ব গালওয়ান উপত্যকায় টহলরত ছিলেন।
আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে জানা যায়, আজ নিহত জওয়ানদের নিথর দেহে জানানো হচ্ছে শেষ শ্রদ্ধা। বীরভূমে রাজেশের মৃতদেহে জানানো হয়েছে অন্তিম নিবেদন, সেখানে হাজারো মানুষ নিহতের প্রতি জানিয়েছে শেষ শ্রদ্ধা।
নিহত হওয়ার আগে ২৫ বছর বয়সী রাজেশ বন্ধুদেরকে দেয়া এক বার্তায় চীনা পণ্য বর্জনের আহ্বান জানিয়ে গেছেন। এদিকে রাজেশের মৃত্যুতে রাজ্যপাল জগদীপ ধনকড়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা প্রকাশ করেছেন।
বীর তে প্রতি সালাম.