টাঙ্গাইল মধুপুরের শ্রী শ্রী মদন গোপাল দেব বিগ্রহ মন্দিরের ২.১০ একর পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে মন্দির কর্তৃপক্ষের নজরে এলে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।
পরে পুলিশ, মৎস্য বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ ব্যাপারে মন্দির পরিচালনা কমিটির সভাপতি পরিমল কান্তি গোস্বামী বলেন, পুকুরে প্রায় ১০ লাখ টাকার পোনা মাছ ছাড়া হয়েছিল। অনেক মাছ বিক্রির উপযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ দেয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে।
বিষয়টি স্থানীয় এমপি ও কৃষিমন্ত্রী মহোদয়কে জানানো হয়েছে বলে জানান মন্দির কমিটির সাধারণ সম্পাদক আঁখিমল চৌধুরী। তিনি আরো জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, মেয়র, বণিক সমিতির সভাপতি ও পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।