নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসে একাত্তরের সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেছেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)। আজ দুপুরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে সংগঠনটির ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বাগাছাস ঢাকা মহানগর শাখার সভাপতি প্যাট্রিক চিসিমের নেতৃত্বে নেতৃবন্দ পুষ্পস্তবক অর্পন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক লিন মানখিন, তেনজিং দিব্রা, এনজয় চিরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতি ধর্ম-বর্ণ, শ্রেণী, বাঙালি-আদিবাসী নির্বিশেষে বাংলার মুক্তিকামী জনতা অংশ নেয়। বিজয়ের ৪৯ বছর পরও এদেশের খেটে খাওয়া আদিবাসী মানুষকে তাদের জাতিসত্তার পরিচয় প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হচ্ছে, এটি স্বাধীন দেশের জন্যে লজ্জাস্কর বলে মনে করেন বাগাছাস ঢাকা মহানগর শাখার সভাপতি প্যাট্রিক চিসিম।
বাগাছাস স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠা গণচেতনা ও আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি তুলেছে।
এর আগে সকাল ৬.৩৩ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদের সদস্য ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা শ্রদ্ধা জানান। পরে সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।