জনজাতির কন্ঠ ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়িতে দুই পাহাড়ি নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘাইছড়ি থানায় এ মামলা দায়ের করা হয়।
নিহত রিপেল চাকমার স্ত্রী জোসি চাকমা সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাসহ ২৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় নিহত রিপেল চাকমার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪) নামের দুজন পাহাড়ি যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হন। তাঁরা দুজনেই জনসংহতি সমিতি (সংস্কার) দলের সদস্য ছিলেন। এ ঘটনায় জেএসএস (সংস্কার) জেএসএস (সন্তু)-কে দায়ী করেছে।