কালিদাস রায়, নাটোর: ২০২০-২১ অর্থবছরের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় নাটোরের বড়াইগ্রামে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শিক্ষা বৃত্তির চেক এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষাবৃত্তি ও উপকরণ সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি যাদু কুমার দাস, সাধারণ সম্পাদক শিবেন মাহাতো প্রমুখ।
এসময় ৩৮৮ জন আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।