জনজাতির কন্ঠ ডেস্ক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাঁর জন্ম শতবার্ষিকীতে একশটি ভাষায় গান করার উদ্যোগ নিয়েছেন তৌহিদ ইথুন। আগামী বছর (২০২০ ইং) ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে একযোগে এক শ’ ভাষায় এই গানের মুক্তি দেয়া হবে।
তৌহিদ ইথুনের লেখা এই গানে সুর দিয়েছেন মান্দিদের জনপ্রিয় সুরকার ও সংগীত শিল্পী যাদু রিছিল।
‘বঙ্গবন্ধু তুমি-ই বাংলাদেশ’ শিরোনামে গানটির কথা- ‘তুমি নিপীড়িত মানুষের জেগে ওঠার কবিতা/ তুমি বিশ্বের বুকে বাংলা মায়ের ছবিটা/ তুমি মিছিলে প্রতিবাদে উত্তাল স্লোগান/ তুমি সংগ্রামী ইতিহাস, শোষণ মুক্তির গান/ তুমি বঙ্গবন্ধু, তুমি-ই বাংলাদেশ/ বঙ্গবন্ধু তুমি লাল-সবুজের একটি দেশ’।
আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, গানটিতে সার্কভূক্ত প্রত্যেক দেশের একজন শিল্পীসহ ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, অ্যারাবিক, মান্দারিন, জাপানিজ, মালয়, পর্তুগিজ, কোরিয়ান, ভিয়েতনামিজ, থাই, পোলিশ, রাশিয়ানসহ একশ ভাষায় একশ জন শিল্পী এই গানে কন্ঠ দিবেন।
ভাল লাগলো 😍😍😍
শুভ কামনা সর্বদা ❤❤❤❤💕
very good. Thanks Janajatirkantho
Jadu is a genius music composer, tuner and music director. Wish him all the best